Advertisement
Advertisement

মাঝপথে বিকল এসি, ব্রহ্মপুত্র মেলে অসুস্থ হয়ে পড়লেন বহু যাত্রী

মালদহ টাউন স্টেশনে যাত্রী বিক্ষোভে ঘণ্টা চারেক বন্ধ ট্রেন চলাচল৷

Brahmaputra Mail AC malfunction leaves several passengers sick
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2018 2:41 pm
  • Updated:June 11, 2018 2:41 pm

বাবুল হক, মালদহ: মাঝপথে ব্রহ্মপুত্র মেলের এসি বিকল৷ কামরার ভিতরে প্রবল গরমে অসুস্থ হয়ে পড়লেন অনেকেই৷ বেশ কয়েকজনকে ভরতি করতে হয় হাসপাতালে৷ প্রতিবাদে সোমবার সকালে  ব্রহ্মপুত্র মেলের যাত্রীরা তুমুল বিক্ষোভ দেখালেন মালদহ টাউন স্টেশনে৷ বিক্ষোভের জেরে প্রায় ঘণ্টা চারেক বন্ধ থাকল ট্রেন৷ বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে গৌড় এক্সপ্রেস-সহ বিভিন্ন দূরপাল্লার ট্রেন৷ শেষ পাওয়া খবর অনুয়ায়ী, এখনও বেশ কয়েকটি দেরিতে চলছে৷

[আজ থেকে কার্যকর বাস-ট্যাক্সির নয়া ভাড়া, যাত্রীদের মধ্যে তুঙ্গে বিভ্রান্তি]

Advertisement

ইন্ডিগো, স্পাইসজেটের মতো সংস্থার দৌলতে এখন বিমান সফরও মধ্যবিত্তের নাগালের মধ্যে৷ তবে মধ্যবিত্তেরা যতই বিমান চড়ুন না কেন, দেশের মানুষের একটি বড় অংশের ভরসা কিন্তু ট্রেনই৷ সত্যি কথা বলতে, দেশের সব শহরে বিমানবন্দরও নেই৷ কিন্তু, কামরায় এসি বিকল হয়ে যাওয়ার চরম দুর্ভোগে পড়লেন দিল্লিগামী ব্রহ্মপুত্র মেলের যাত্রীরা৷ তাঁদের অভিযোগ, অসমের ডিব্রুগড় থেকে ছাড়ার কিছুক্ষণ পরই ব্রহ্মপুত্র মেলের বেশ কয়েকটি কামরা এসি বিকল হয়ে যায়৷ শীতাতপ নিয়ন্ত্রণ কামরায় আবার জানালা খোলারও অবকাশ থাকে না৷ ফলে ব্রহ্মপুত্র মেলের এসি কামরাগুলিতে এক অসহনীয় পরিস্থিতি তৈরি হয়৷ যাত্রীদের দাবি, প্রবল গরমে সকলেই কম-বেশি অসুস্থ হয়ে পড়েন৷ অনে্কের শ্বাসকষ্টও হয়ে যায়৷ যাত্রীদের যখন এই অবস্থা, তখন ব্রহ্মপুত্র মেলের কর্তব্যরত রেলকর্মীদের কোনও ভ্রুক্ষেপ ছিল না বলে অভিযোগ৷ এমনকী, যাত্রাপথে বিভিন্ন স্টেশনে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ৷

Advertisement

[ব্যান্ডেল স্টেশন থেকে গ্রেপ্তার বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম মূলচক্রী]

সোমবার ভোর তিনটে নাগাদ ব্রহ্মপুত্র মেল পৌঁছায় মালদহ টাউন স্টেশনে৷ এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ স্টেশনে নেমে এসি মেরামতির দাবিতে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন ট্রেনের যাত্রীরা৷ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, প্রায় ঘণ্টা চারেক বন্ধ থাকে ট্রেন চলাচল৷ গৌড় এক্সপ্রেস-সহ দূরপাল্লার ট্রেনগুলি দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে৷ ব্রহ্মপুত্র মেলের বেশ কয়েকজন যাত্রীকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করতে হয় বলে জানা গিয়েছে৷ শেষপর্যন্ত এসি মেরামতির পর  ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায় ব্রহ্মপুত্র মেল৷

[জ্যৈষ্ঠ মাস মলমাস, ক্রেতাহীন ফুলবাজারে কার্যত মাথায় হাত ব্যবসায়ীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ