Advertisement
Advertisement

Breaking News

Asansol

বিরিয়ানির বদলে জিরা রাইস! গ্রাহক-কর্মী অশান্তিতে ধুন্ধুমার রেস্তরাঁয়

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Brawl over biriyani and jeera rice in Asansol restaurant goes violent | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 19, 2024 1:19 pm
  • Updated:February 19, 2024 7:00 pm

শেখর চন্দ্র, আসানসোল: রেস্টুরেন্টে অর্ডার দেওয়া হয়েছিল মটন বিরিয়ানি। কিন্তু দীর্ঘক্ষণ পর পাতে পড়ল জিরা রাইস ও চিকেন! এই নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটল আসানসোলের একটি রেস্তরাঁয়। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, শনিবার রাতে পরমজিৎ সিং, স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই রেস্তরাঁয় গিয়েছিলেন। সেখানে তিনি মাটন বিরিয়ানির অর্ডার করেছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ পর আসে জিরা রাইস ও চিকেন। এর পরই তিনি রেস্তরাঁর কর্মীদের সঙ্গে বচসায় জড়ান। নিজের পরিচিত লোকজনদের ডাকেন পরমজিৎ। দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। ছুটে আসে আসানসোল উত্তর থানা পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: সহবাসের পর বিয়েতে ‘না’, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা তরুণীর]

দীর্ঘক্ষণ পর রেস্তরাঁর ম্যানেজার আসেন। ততক্ষণে গ্রাহকরা বকেয়া বিল মিটিয়ে চলে গিয়েছেন। এই ঘটনা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও পরে ওই রেস্তরাঁ কর্তৃপক্ষ নিজেদের দোষ স্বীকার করেন। দাবি করা হয়, বিরিয়ানি শেষ হয়ে যাওয়ায় তাঁরা জিরা রাইস চিকেন মিলিয়ে বিশেষ একটি আইটেম তৈরি করে গ্রাহকদের দেন। যদিও গ্রাহকদের দাবি, তাঁদেরকে বিরিয়ানি নেই তা জানানো উচিত ছিল। নিজেদের মতো খাবার বানিয়ে পরিবেশন করা উচিত হয়নি।

Advertisement

[আরও পড়ুন: হাজতে শাহজাহানের শাগরেদ শিবু, মিষ্টিমুখ করে আনন্দ মাতলেন সন্দেশখালির মহিলারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ