Advertisement
Advertisement

Breaking News

বজবজে ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চলল গুলি, গুরুতর জখম ১

এলাকায় আতঙ্ক৷

Budge Budge:  youth shoot by miscreants near Police outpost
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 3, 2018 1:36 pm
  • Updated:August 3, 2018 1:36 pm

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বজবজে শুটআউট৷ গভীর রাতে গুলি চলল পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে৷ গুলিবিদ্ধ যুবককে ফাঁড়ির সামনে ফেলে পালালো দুষ্কৃতীরা৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি তিনি৷ এলাকায় আতঙ্ক৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমি বিবাদের জেরেই ওই যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি৷

[তিলজলায় বন্ধ কারখানায় ব্যবসায়ীর রহস্যমৃত্যু, আটক মৃতের বন্ধু]

Advertisement

আক্রান্ত যুবকের নাম মইদুল ইসলাম৷ দক্ষিণ ২৪ পরগনার চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকেন বছর বত্রিশের ওই যুবক৷ পুলিশ জানিয়েছে, মইদুল জমি মাফিয়া৷ খুন-সহ একাধিক অপরাধে অভিযুক্ত সে৷ দিন কয়েক আগে জামিনে ছাড়া পেয়েছে৷ বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ শহর লাগোয়া পোকমারি মোড় এলাকা থেকে বাইকে করে বজবজের দিকে যাচ্ছিল মইদুল৷ বজবজ ফাঁড়ির কাছে বাইক থামিয়ে তাকে মারতে উদ্যত হয় কয়েকজন দুষ্কৃতীরা৷ প্রাণ বাঁচাতে যখন ফাঁড়ির দিকে দৌড়াচ্ছিল মইদুল, তখন গাড়ি নিয়ে তার পিছু নেয় হামলাকারীরা৷ ফাঁড়ির কিছুটা আগে গাড়ি তুলে রীতিমতো টেনে হিঁচড়ে ওই যুবককে খানিক দূরে নিয়ে যায় তারা৷ শেষপর্যন্ত, খুব কাছ থেকে মইদুলকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ গুলি লাগে বুকে ও পায়ে৷ গুলিবিদ্ধ অবস্থায় মইদুল ইসলামকে ফাঁড়ির সামনে ফেলে পালায় দুষ্কৃতীরা৷ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা৷ মইদুলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

Advertisement

কিন্তু, কেন হামলার মুখে পড়লেন ওই যুবক? গত কয়েক দিন ধরে বজবজে জমি বিক্রির হিড়িক পড়ে গিয়েছে৷ দৌরাত্ব্য বেড়েছে জমি মাফিয়াদেরও৷ জমির কারবারের সঙ্গে যুক্ত ছিল মইদুল ইসলামও৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমি নিয়ে বিবাদের কারণে তাকে লক্ষ্য গুলি চালিয়েছে দুষ্কৃতীরা৷ তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখছে বজবজ থানার পুলিশ৷

ছবি: বিশ্বজিৎ নস্কর

[ অভাবের শূন্য গোয়ালে হঠাৎ হাজির তিন গরু, খাবার জোটাতে বিপাকে কৃষক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ