Advertisement
Advertisement

ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা পুজো এবারে অনলাইনে

‘ই-পুজো’র প্রসাদ মিলবে ক্যুরিয়ার মারফত৷

Burdwan Sarbamangala temple starts online puja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 12:33 pm
  • Updated:September 6, 2016 12:34 pm

সৌরভ মাজি, বর্ধমান: মন্দিরের তোপধ্বনি শুনে অষ্টমীর পুজো শুরু হতো শহরের অন্যত্র৷ এমনকী সংলগ্ন গ্রামগুলিতেও৷ সরকারি নিয়মের ফাঁসে এখন তোপধ্বনি অবশ্য বন্ধ হয়েছে৷ কিন্তু ঐতিহ্য কোনও অংশে কমেনি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের৷ শহরের বাসিন্দারা তো বটেই, দূর-দূরান্ত থেকে বহু ভক্ত আসেন এখানে পুজো দিতে৷

দেশ ছাড়িয়ে সাগরপারেও ভক্ত রয়েছে সর্বমঙ্গলার৷ তবে ইচ্ছা থাকলেও তাঁরা অনেকেই আসতে পারতেন না মাকে পুজো দিতে৷ প্রসাদ খেতে৷ এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে৷ দূরের ভক্তদের কথা ভেবেই চালু হচ্ছে ‘ই-পুজো’৷ অর্থাৎ অনলাইনেই এবার থেকে পুজো দেওয়া যাবে সর্বমঙ্গলার৷ প্রসাদও মিলবে বাড়িতে বসেই৷ ক্যুরিয়ারের মাধ্যমে ভক্তের বাড়িতে প্রসাদ পাঠানো হবে৷ সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে প্রসাদের হোম ডেলিভারি শুরু করেছে মন্দিরের ট্রাস্ট বোর্ড৷ আর অনলাইনের পুজো দেওয়ার পরিষেবা মিলবে আগামী দুর্গাপুজোতেই৷

Advertisement

দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরে অনেক আগেই এই ধরনের পরিষেবা চালু হয়েছে৷ এবার তারই ছোঁয়া লাগতে চলেছে বর্ধমানের ঐতিহ্যবাহী এই মন্দিরেও৷ সর্বমঙ্গলা মন্দিরের এই বিশেষ পরিষেবা বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহনের ‘ব্রেন চাইল্ড’৷ মন্দিরের ট্রাস্ট বোর্ডের কাছে তিনিই এই পরিষেবা শুরু করার প্রস্তাব দিয়েছিলেন৷ মন্দির কর্তৃপক্ষ তা মেনে এদিন থেকে প্রসাদের হোম ডেলিভারি শুরু করেছে৷ অনলাইনের পুজোও চালু করতে চলেছেন৷

জেলা শাসক সৌমিত্র মোহনের কথায়, “বর্ধমানের এই মন্দিরে প্রতিদিন প্রচুর ভক্ত আসেন৷ আবার অনেক ভক্ত ইচ্ছা থাকলেও দূরে থাকার কারণে আসতে পারেন না৷ তাঁদের কথা ভেবেই অনলাইনে পুজোর ব্যবস্থা করা হচ্ছে৷ অনলাইনে যাঁরা পুজো দেবেন ৪৮ ঘন্টার মধ্যে তাঁদের বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়া হবে৷” মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক শ্যামলেন্দু মুখোপাধ্যায় বলেন, “প্রথমে অল্প পরিমাণে প্রসাদ তৈরি করা হবে৷ তার পর চাহিদা অনুযায়ী তা বানানো হবে৷ বর্তমানে একটি সংস্থাকে দিয়ে প্রসাদী লাড্ডু বানানোর কাজ শুরু হয়েছে৷ ভবিষ্যতেও মন্দির কর্তৃপক্ষই তা নিজে বানাবে৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement