Advertisement
Advertisement

পরীক্ষার আগেই ইন্টারভিউয়ের চিঠি পেয়ে ধন্দে চাকরিপ্রার্থী

বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন লালবাগের এসডিও।

Candidate receives interview letter before exam
Published by: Monishankar Choudhury
  • Posted:January 26, 2019 4:31 pm
  • Updated:January 26, 2019 4:31 pm

অতুলচন্দ্র নাগ, ডোমকল: খাদ্য দপ্তরের সাব-ইনস্পেক্টর পদের পরীক্ষায় বসার জন্য অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে বেরিয়ে এল ইন্টারভিউ এর চিঠি! ওই চিঠি হাতে পেয়ে অবাক চাকরিপ্রার্থী যুবক। কোথায় যাবেন? কী করবেন? কিছুই ভাবতে পারছেন না।

[হাতির ছবি তুলতে গিয়ে হামলার মুখে পড়ে প্রাণহানি বাংলাদেশি পর্যটকের]

Advertisement

মুর্শিদাবাদের লালবাগ শহরের বাসিন্দা ওই যুবক গৌরব পাণ্ডে জানান, “তিনদিন আগে ওই চিঠি হাতে পেয়ে অবাক হয়েছি। একেবারে ছবি টবি দিয়ে ইন্টারভিউয়ের চিঠি। পরীক্ষাতেই বসলাম না অথচ ইন্টারভিউ কী করে সম্ভব? বুঝতে পারছি না। তাও আবার যেদিন লিখিত পরীক্ষা নেওয়ার কথা সেই দিনেই ইন্টারভিউ। কী হবে বুঝতে পারছি না।” তিনি জানান, বিষয়টি বন্ধু মহলে জানালে তাঁরা পাবলিক সার্ভিস কমিশনের হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দেন। কিন্তু চেষ্টা করেও তাদের হেল্পলাইনের ফোন ধরানো যায়নি। বার কয়েক ফোন করেছি বলে জানান তিনি। বিরক্তির সুরে বলেন, কেউ ফোন রিসিভ করেননি। এমনকী শুক্রবার বিকেলেও না। ঘটনায় হতভম্ব গৌরব পাণ্ডে জানান “এমনিতেই চাকরির পরীক্ষায় বসার সুযোগ কম। যাও বা একটা সুযোগ পেলাম সেটাও কাজে লাগাতে পারলাম না।” কেন ওই চিঠি নিয়ে দপ্তরের প্রধান কার্যালয়ে গেলেন না? উত্তরে ওই যুবক জানান , “লালবাগ শহরে থাকলেও খুবই সাধারণ মানের মানুষ আমি। অত বড় জায়গায় তদ্বির তদারকি করার মতো মানুষ নই। তাই আর কথাও বলা হয়নি।” তিনি অবশ্য জানান, তাঁর আরেক বন্ধুরও একই অবস্থা।

Advertisement

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস কমিশন খাদ্য দপ্তরের সাব- ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার দিন ধার্য করেছে। আগামী ২৭ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। ওই ব্যাপারে প্রশাসনিক মহলেও চূড়ান্ত প্রস্তুতি চলছে। আর সেই পরীক্ষাতেই বসার জন্য চাকরী প্রার্থীরা অন-লাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহ করছেন। দু’দিন আগে অন্যদের মতো গৌরব পাণ্ডেও অনলাইনে অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে দেখেন সরাসরি ইন্টারভিউ লেটার বেরিয়ে এসেছে। তাতে পরিষ্কার নির্দেশ, ২৭ জানুয়ারি দপ্তরের ১৬১ এ এসপি মুখার্জি রোড কলকাতা-২৬ এর অফিসে বেলা একটা থেকে বিকেল আড়াইটার মধ্যে উপস্থিত থাকবেন। কিন্তু যেদিন লিখিত পরীক্ষা হওয়ার কথা সেদিন, তিনি যাবেন কী করে? উত্তর খুঁজে পাননি। ওই ব্যাপারে লালবাগের এসডিও টপদেন লামা জানান, এ ধরনের কোনও ঘটনা জানা নেই। বিষয়টি নজরে এলে খোঁজ নিয়ে দেখা যাবে কী অবস্থা আছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ