Advertisement
Advertisement

Breaking News

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যর বাড়িতে সিবিআই তল্লাশি

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের বাড়িতে তল্লাশি চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ মঙ্গলবার দু’টি পৃথক দলে ভাগ হয়ে সিবিআইয়ের গোয়েন্দারা তল্লাশি চালান শান্তিনিকেতনে বিশ্বভারতীর দফতর এবং বিধাননগরে প্রাক্তন উপাচার্যের বাড়িতে৷

CBI Raids VC’s Office and Residence at Visva Bharti University
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 24, 2016 5:24 pm
  • Updated:May 24, 2016 5:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের বাড়িতে তল্লাশি চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ মঙ্গলবার দু’টি পৃথক দলে ভাগ হয়ে সিবিআইয়ের গোয়েন্দারা তল্লাশি চালান শান্তিনিকেতনে বিশ্বভারতীর দফতর এবং বিধাননগরে প্রাক্তন উপাচার্যের বাড়িতে৷

কেন এদিন তল্লাশি চালায় সিবিআই?

Advertisement

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, আর্থিক দুর্নীতি এবং টাকা নয়ছয়ের অভিযোগের তদন্ত করতে গিয়েই তল্লাশি চালানো হয় সাতটি জায়গায়৷ দু’জন গোয়েন্দা এদিন যান শান্তিনিকেতনে বিশ্বভারতীর বিভিন্ন দফতরে৷ প্রয়োজনীয় কাগজপত্রও বাজেয়াপ্ত করেছেন তাঁরা৷ একই সময় প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্তর বিধাননগরের বাড়িতেও তল্লাশি চালানো হয়৷ উপাচার্য থাকাকালীন সুশান্তবাবুর বিরুদ্ধে ২৫টি অবৈধ নিযুক্তির অভিযোগ ওঠে৷ এছাড়া মাসমাইনের পাশাপাশি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকেও সুশান্তবাবু পেনশন নিচ্ছিলেন৷ কিন্তু সে বিষয় তিনি বিশ্বভারতী কর্তৃপক্ষকে কিছু জানাননি বলে অভিযোগ ওঠে৷ আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় গত ফেব্রুয়ারি মাসে তাঁকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরিয়ে দেন আচার্য প্রণব মুখোপাধ্যায়৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ