Advertisement
Advertisement

Breaking News

প্রকাশিত হল নিটের ফল, রাজ্যে সেরা তমোঘ্ন

দেশের মধ্যে প্রথম পাঞ্জাবের নভদীপ সিং।

CBSE declares NEET results 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 23, 2017 9:56 am
  • Updated:June 23, 2017 9:57 am

স্টাফ রিপোর্টার: দেশ জুড়ে মেডিক্যালে ভর্তির অভিন্ন প্রবেশিকা ‘নিট’ (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট)–এ উল্লেখযোগ্য ফল করল রাজ্যের পড়ুয়ারা। গোটা দেশের মধ্যে প্রথম সেরা পঞ্চাশের তালিকায় জায়গা করে নিয়েছে কলকাতার দুই ছাত্র ও এক ছাত্রী। সাউথ পয়েন্ট স্কুলের তমোঘ্ন ঘোষ রয়েছে ৩৪তম স্থানে। ভাল র‌্যাঙ্ক করেছে সুশীলা বিড়লা গার্লস স্কুলের ছাত্রী অন্বেষা চক্রবর্তী। তার র‌্যাঙ্ক ৪২। বিড়লা বয়েজ স্কুলের শিবম সিংহর র‌্যাঙ্ক ৫০।

[এবার নজরদারি সোশ্যাল মিডিয়ায়, আসছে নতুন আইন]

কলকাতার পাশের জেলা দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অরণ্য দত্ত রয়েছে ৮২তম স্থানে। শুক্রবার অভিন্ন মেডিক্যাল প্রবেশিকার ফল প্রকাশ করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সিবিএসই–র ওয়েবসাইটেই ফল জানা যাচ্ছে। ওয়েবসাইটটি হল– www.cbseneet.nic.in। দেশের মধ্যে সেরা হয়েছে পাঞ্জাবের নভদীপ সিং। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। মধ্যপ্রদেশের অর্চিত গুপ্ত ও মণীশ মুচলান্দি রয়েছে দ্বিতীয় স্থানে। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৫। এবছর পরীক্ষা হয়েছিল ৭ মে। পরীক্ষায় বসেছিল ১১ লক্ষ ৩৮ হাজার ৮৯০ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লক্ষ ১১ হাজার ৭৩৯ জন। পরীক্ষাকেন্দ্র ছিল ১৯২১টি। পরীক্ষায় বসেছিল ৬১৩ জন বিদেশি ছাত্র–ছাত্রীও। দেশের মধ্যে এমবিবিএস–এ ভর্তির মোট আসন রয়েছে ৬৩ হাজার ৮০০। বিডিএস–এ আসন সংখ্যা ৪০ হাজার। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ২৬ জুনের মধ্যে নিটের ফল প্রকাশ করতে হবে।

Advertisement

[মসজিদের বাইরে ছবি তোলার অভিযোগ, গণপিটুনিতে মৃত শ্রীনগরের ডিএসপি]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ