Advertisement
Advertisement

Breaking News

পাট ও চা শিল্পকে ধ্বংসের চক্রান্ত কেন্দ্রর, অভিযোগ বিদ্যুৎমন্ত্রীর

বাংলার নিজস্ব শিল্প পাট ও চা-কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে উদ্যোগ নিয়েছে তা বানচাল করার জন্যও ধারাবাহিক চক্রান্ত করছে৷

Central is trying to destroy the tea and jute industry of Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 26, 2016 11:30 am
  • Updated:January 9, 2020 2:30 pm

স্টাফ রিপোর্টার: বাংলার দুই নিজস্ব বৃহৎ শিল্প পা ও চা ধ্বংসের জন্য কেন্দ্রীয় সরকার চক্রান্ত করছে বলে মঙ্গলবার অভিযোগ করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, “এমনিতেই আর্থিক বরাদ্দ ও প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একের পর এক নানা ক্ষেত্রে বাংলাকে বঞ্চিত করছে৷ তার উপর বাংলার নিজস্ব শিল্প পাট ও চা-কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে উদ্যোগ নিয়েছে তা বানচাল করার জন্যও ধারাবাহিক চক্রান্ত করছে৷ বিশেষ করে পাট ও চা নিয়ন্ত্রনের ক্ষেত্রে যে সমস্ত কেন্দ্রীয় সংস্থা রয়েছে সেখানে দিল্লি থেকে ‘বিশেষ অফিসার’দের নিয়োগ করা হচ্ছে৷ এই সমস্ত অফিসার রাজ্যে এসেই সুকৌশলে পাট ও চা শ্রমিকদের উপর নিপীড়ন ও বঞ্চনা চালিয়ে যাচ্ছে৷  চা ও পাট শিল্পকে ধবংসের জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন দিল্লির বশংবদ আইএসরা৷ রাজ্যের মন্ত্রীদের সুপারিশ গ্রহণ দূরের কথা, কোনও বক্তব্য গুরুত্ব দিচ্ছেন না পাট ও চা শিল্পের সঙ্গে যুক্ত ওই সমস্ত কেন্দ্রীয় অফিসাররা৷” বিষয়টি নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে ওই অফিসারদের বিরু‌দ্ধে ধারাবাহিক আন্দোলন শুরুর ইঙ্গিত দেওয়ার পাশাপাশি প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বলেছেন বিদ্যুৎমন্ত্রী তথা আইএনটিটিইউসি’র প্রতিষ্ঠাতা-সভাপতি শোভনদেব৷

ন্যাশনাল জুট বোর্ডের সদর দফতর কলকাতায় তৃণমূল শ্রমিক-কর্মচারি সংগঠনের এক কর্মসূচিতে অংশ নেন বিদ্যুৎমন্ত্রী৷ অভিযোগ করে তিনি বলেন,“প্রায় তিরিশ বছর ধরে পাটশিল্পের সঙ্গে যুক্ত রয়েছি৷ শ্রমিক-কর্মচারিদের ভাল-মন্দের পাশাপাশি পাট শিল্পের উন্নয়ন নিয়ে অফিসারদের সঙ্গে কাজ করেছি৷ কিন্তু বর্তমানে যিনি বোর্ডের সচিবের দায়িত্বে এসেছেন তাঁর মতো রাজ্যবিরোধী ও শ্রমিকদের সঙ্গে অসহযোগী আধিকারিক এর আগে কখনও দেখিনি৷ স্পষ্ট বোঝা যাচ্ছে, দিল্লির নির্দেশে এই অফিসার এমন আচরণ করছেন৷”

Advertisement

যদিও মন্ত্রীর অভিযোগ নিয়ে জুট বোর্ডের সচিব সংবাদ মাধ্যমের সঙ্গে দেখা করেনি বা কোনও মন্তব্য করতে রাজি হননি৷ এদিন এনজেবি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুবীর বোসের উদ্যোগে বিদ্যুৎমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়৷ ছিলেন তৃণমূল ট্রেড ইউনিয়নের রাজ্য নেতা সন্তোষ মজুমদার৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ