Advertisement
Advertisement

Breaking News

HOOGHLY

শিক্ষক দিবসে মাংস-ভাত খাওয়াকে কেন্দ্র করে অশান্তি-বিক্ষোভ, তুমুল উত্তেজনা হুগলির স্কুলে

পুলিশের হস্তক্ষেপে আয়ত্তে আসে পরিস্থিতি।

Chaos in Hooghly's school on teacher's day | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 6, 2022 9:43 am
  • Updated:September 6, 2022 9:49 am

দিব্যেন্দু মজুমদার, হুগলি: শিক্ষক দিবস (Teacher’s Day) উপলক্ষে স্কুলে রান্না হওয়া মাংস-ভাত মেলেনি। তার জেরে ক্ষোভে ফেটে পড়ল পড়ুয়ারা। মাংস-ভাতের দাবিতে রাস্তা অবরোধে সামিল হল পড়ুয়ারা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় হুগলি জেলার পোলবার কাশ্বাড়া আলিনগর ইয়াসিন মণ্ডল শিক্ষা নিকেতনে। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যায় পোলবা (Polba) থানার পুলিশ। তাঁদের দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গিয়েছে, শিক্ষক দিবস উপলক্ষে গতকাল অর্থাৎ সোমবার হুগলির পোলবার কাশ্বাড়া আলিনগর ইয়াসিন মণ্ডল শিক্ষা নিকেতনের শিক্ষকরা চাঁদা দিয়ে সমস্ত পড়ুয়াদের মাংস, ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন। ১১০০ পড়ুয়াকে খাওয়ানোকে কেন্দ্র করেই চরম অব্যবস্থার সৃষ্টি হয়। এক সময় পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে, বিক্ষোভ শুরু হয়। পড়ুয়াদের অভিযোগ, দুপুরে তাদের খেতে দেওয়ার বদলে প্রধান শিক্ষক দুর্ব্যবহার করে স্কুলের বাইরে বের করে দেন। এরপরই পড়ুয়ারা স্কুলের সামনেই আলিনগর মোড়ে রাস্তা অবরোধ করে।

Advertisement

[আরও পড়ুন: বাড়ির সামনে থেকে উদ্ধার কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুৎবরণের বাবার ব্যাংকের ছেঁড়া নথি, প্রমাণ লোপাটের ছক?]

পড়ুয়াদের অবরোধের জেরে তারকেশ্বর-চুঁচুড়া রোড সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। প্রবল যানজটে আটকে পড়েন বহু মানুষ। গোটা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পোলবা থানার পুলিশ। এদিকে অবরোধের খবর পেয়ে অভিভাবকরা স্কুলে গিয়ে হাজির হন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অভিভাবকদের অভিযোগ, গত বছরও শিক্ষক দিবসের এই দিনটিতে খাবার কম পড়ে যাওয়ায় অনেকেই অসন্তুষ্ট হয়েছিল।

Advertisement

অন্যদিকে স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, যারা রান্না করার দায়িত্বে ছিলেন তাঁরা সময় মতো খাবার তৈরি করে উঠতে পারেননি। তার জেরে সাময়িক একটা সমস্যা হয়েছিল। পরে আলোচনার মধ্য দিয়ে সমস্যা মিটে যায়। স্কুল পরিচালন সমিতির সভাপতি তানসেন মণ্ডল জানান, প্রত্যেকবছরের মতো শিক্ষক দিবসের দিন সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে খাওয়াদাওয়ার একটা ব্যবস্থা হয়েছিল। কিন্তু সেই খাবার সময় মতো তৈরি হয়ে ওঠেনি। তাই নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। তবে সেটা বড় কিছু নয়।

[আরও পড়ুন: হাসিনার ভারত সফরের শুরুতেই বঙ্গে এল পদ্মার ইলিশ, হাসি ফুটল ভোজনরসিকদের মুখে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ