Advertisement
Advertisement

Breaking News

সিগন্যালে বাজছে ইন্দ্রনীলের কণ্ঠে মমতার লেখা গান

‘সাবধান, সাবধান, সাবধান৷ গাড়ি, ঘোড়া সব্বাই আস্তে চালান৷”

Chief Minister's Song To Be Played In State's Traffic Signals
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 10:10 am
  • Updated:June 23, 2022 6:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাবধান, সাবধান, সাবধান৷ গাড়ি, ঘোড়া সব্বাই আস্তে চালান৷”
গীতিকার ও সুরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এক মাস চার দিন আগেই পথ নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করেছিলেন তিনি৷ সূচনা হয়েছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির৷ তারপর জেলায় জেলায় সাড়া পড়েছে৷ হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে তেল দেওয়াও নিষিদ্ধ হয়েছে৷ সচেতনতা বেড়েছে সাধারণ মানুষের মধ্যেও৷
এবার সেই সচেতনতা প্রচারেই বাড়তি মাত্রা যোগ করলেন মুখ্যমন্ত্রী নিজে৷ পথ নিরাপত্তায় মানুষকে আরও সচেতন করতে গান বেঁধেছেন তিনি৷ সংক্ষিপ্ত গান৷ কিন্তু অন্তর্ভেদী আবেদন৷ মানুষকে সচেতন করতে কোনও মুখ্যমন্ত্রীর এভাবে গান বাঁধা নজিরবিহীনও বটে৷ রাজ্য প্রশাসনের কর্তারাও বিষয়টিকে এভাবে দেখছেন৷ গানটি রেকর্ড করা হয়েছে দিন দশেক আগেই৷ গেয়েছেন যিনি, তিনি একাধারে সুগায়ক এবং মন্ত্রী৷ তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেনের ভরাট গলায় পথ নিরাপত্তার আবেদন আরও মানানসই হয়েছে৷
শুক্রবার থেকেই আনুষ্ঠানিকভাবে সব ট্রাফিক সিগন্যালিংয়ে বেজে ওঠা শুরু করেছে মুখ্যমন্ত্রীর লেখা ও সুরের এই গান৷ সেই গানে রয়েছে, হেলমেট ব্যবহার করার আবেদন৷ সেই গানে রয়েছে, দেখেশুনে রাস্তা পার হওয়ার আবেদন৷ বারবার বলা হয়েছে, ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’-এর কথাও৷ পুজোর সময় মণ্ডপে মণ্ডপেও বেজে উঠবে এই গান৷ নবান্ন সূত্রে খবর, শুধু কলকাতা নয়, রাজ্যের সর্বত্রই এই গান বাজানো হবে৷ পুজো বা বড় উৎসবের সময় কলকাতা ও রাজ্য পুলিশের পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের এই গানের সিডি বিতরণ করা হবে৷
মুখ্যমন্ত্রীও চাইছেন, পথ নিরাপত্তার স্বার্থে প্রত্যেকে যেন নিয়ম মেনে চলেন৷ এর ফলে বহু মৃত্যু এড়ানো সম্ভব হবে৷ আগেও তিনি পথ দুর্ঘটনায় মানুষের প্রাণহানিতে উদ্বেগপ্রকাশ করেছিলেন৷ উল্লেখ্য, নজরুল মঞ্চে ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ কর্মসূচির সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, বাইক রেস রুখতে রাত দশটার পর শহরের উড়ালপুলে বাইক চালানো নিষিদ্ধ করা হচ্ছে৷ বেপরোয়া গাড়ি চালালেই চালকের বিরু‌দ্ধে নেওয়া হবে আরও কড়া ব্যবস্থা- সে কথাও তিনি জানাতে ভোলেননি৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ