Advertisement
Advertisement

আজ আদালতে তোলা হবে নেপাল সীমান্ত থেকে ধৃত জুহিকে

ষড়যন্ত্রের অভিযোগ রূপা, রাহুল সিনহাদের৷

Child trafficking-accused BJP leader Juhi to produced in court today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 1, 2017 3:18 am
  • Updated:March 1, 2017 3:20 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশু পাচার কাণ্ডে অবশেষে গ্রেপ্তার বিজেপি নেত্রী জুহি চৌধুরি৷ বুধবার তাঁকে তোলা হবে আদালতে৷ ইতিমধ্যেই শিলিগুড়িতে একপ্রস্থ জেরা করেছে সিআইডি৷

মঙ্গলবার রাতে নেপাল সীমান্তের কাছে খড়িবাড়ি থানা এলাকার বাতাসি থেকে জুহিকে গ্রেপ্তার করা হয়৷ সেখানে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন তিনি৷ মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে জুহিকে গ্রেপ্তার করা হয়৷ সিআইডির দাবি, জুহি নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন৷ বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক জুহি৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজের প্রভাব কাজে লাগিয়ে জলপাইগুড়ির হোম কর্তৃপক্ষকে শিশু বিক্রি চালিয়ে যাওয়ায় মদত দিয়েছিলেন তিনি৷ বদলে মোটা টাকার কমিশন নিয়েছেন৷ জলপাইগুড়ির শিশু পাচার চক্রের মূল অভিযুক্ত হোম মালিক চন্দনা চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর থেকেই ফেরার ছিলেন জুহি৷

Advertisement

জরিবুটি দিয়ে গর্ভপাতের জের, নাচের মঞ্চেই মৃত্যু নর্তকীর

Advertisement

এদিকে মঙ্গলবারই পুলিশি হেফাজত থেকে চন্দনা শিশু পাচারের পুরো দায় চাপিয়ে দিয়েছিলেন জুহির উপর৷ চন্দনার দাবি, তিন বছর ধরে হোমের কাজকর্মের সঙ্গে জুহি জড়িত৷ যা করার জুহি-ই সব করেছেন৷ জুহি-ই কথা বলেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে৷ চন্দনার অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই ধরা পড়লেন জুহি৷ সিআইডি-র স্পেশাল সুপার অজয় প্রসাদ মঙ্গলবার রাতে জুহির গ্রেপ্তারের খবর দেন৷ জুহির গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, “এটা বিজেপির বিরুদ্ধে চক্রান্ত৷ আদালতে সব প্রমাণ হবে৷” রাহুলবাবুর আরও বক্তব্য, বিজেপির গায়ে কাদা ছিটানোর জন্য চন্দনাকে দিয়ে এসব বলানো হচ্ছে৷ এর পিছনে তৃণমূলের রাজনীতি রয়েছে৷

এবিষয়ে মঙ্গলবার দিল্লি থেকে সংবাদ মাধ্যমকে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, চন্দনা নামে তিনি কাউকে চেনেন না৷ পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র৷ এই ঘটনায় আগেই বিজেপি সিবিআই তদন্ত দাবি করেছে৷ সিবিআই হলেই সব পরিষ্কার হয়ে যাবে৷ সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, একজন অভিযুক্ত মহিলা যা বলবেন তার উত্তর দিতে হবে না কি? সিআইডির বিরু‌দ্ধে পাল্টা মানহানির মামলা করারও হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি সাংসদ৷ হোমের হয়ে তদ্বির করার জন্য দলের কেন্দ্রীয় নেতা ও সাংসদের নাম ওঠার পিছনে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বকেই খাড়া করছে বিজেপি৷ এদিকে সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যকে বলা হয়েছে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করার জন্য৷

আধাসেনার পোশাকে মালদায় মাঝরাতে আতঙ্ক ছড়াল ১১ জনের দল

শিশু পাচার কাণ্ডে হোমের হয়ে তদ্বির করার জন্য আগেই নাম জড়িয়েছিল জুহির৷ এরপর প্রধান অভিযুক্ত হোমকর্ত্রীর মুখে কৈলাস ও রূপার নাম আসায় বিজেপির অস্বস্তি আরও বাড়ে৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অবশ্য যুক্তি, কাউকে সাহায্য করার জন্য কারও সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটা অন্যায় কিছু নয়৷ প্রতিদিন আমার কাছেও বহু লোক আসে ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে৷ সহযোগিতা করতে হয়৷ ওদের ভিতরে কী আছে তা জানা সম্ভব নয়৷ জুহি কাণ্ডে দলের মধ্যেও ভিন্নমত৷ সূত্রের খবর, হোমের সঙ্গে মহিলা নেত্রী জুহি ও তার বাবা রবীন্দ্রনারায়ণ চৌধুরির নাম জড়ানোয় দলের একাংশ তাঁদের বিরু‌দ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছে৷

17094271_1374259132649044_980065032_n

জখমকে আবর্জনায় ফেলে চম্পট দিল খালাসি-চালক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ