Advertisement
Advertisement

বাংলায় কৃষি লগ্নিতে আগ্রহী চিন, শহরে বৈঠক

বাংলায় কৃষিক্ষেত্রে বাণিজ্য ও লগ্নিতে আগ্রহী চিন৷

China is interested in investment on the farming sector of Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 27, 2016 11:10 am
  • Updated:October 27, 2016 11:10 am

স্টাফ রিপোর্টার: বাংলায় কৃষিক্ষেত্রে বাণিজ্য ও লগ্নিতে আগ্রহী চিন৷ এখানে কৃষিভিত্তিক শিল্পে রাজ্য যে জোর দিয়েছে তার ভিত্তিতে এই বাণিজ্য বৃদ্ধির উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে ধারণা চিনা বণিকমহলের৷ বুধবার কলকাতায় সর্বভারতীয় বণিকসভা অ্যাসোচেমের সঙ্গে এক আলোচনাসভায় চিনের প্রতিনিধিরা এই আগ্রহ প্রকাশ করেছেন৷ চিনের ইউনান প্রদেশের নু-জিয়াং প্রিফেকচারের গভর্নর থং ঝিয়াং বলেছেন, “বাংলার নিরিখে কৃষিক্ষেত্রে বাণিজ্যের ও লগ্নি বাড়ানোর প্রভূত সম্ভাবনা রয়েছে৷ এ ক্ষেত্রে দুই তরফেরই লাভ হবে৷” কিছুদিন আগে চিনের একটি প্রতিনিধিদল এসে বৈঠক করে গিয়েছে অর্থমন্ত্রী অমিত মিত্রর সঙ্গে৷ তারা উৎসাহী রাজ্যে লগ্নি নিয়ে৷

তারও আগে সেখানকার কয়েকজন শিল্পপতি এসে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এখানে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল৷ সেই দলে ছিলেন সেখানকার সরকারি এক কর্তাও৷ তার পর থেকে একের পর এক টিম আসছে বাংলায়৷

Advertisement

এদিন যেমন তাঁরা অ্যাসোচেমের সঙ্গে আলোচনায় বসে লগ্নি ও বাণিজ্যের ভাল-মন্দ নিয়ে কথা বললেন৷ ছিলেন অ্যাসোচেমের মহেশ সাহারিয়া, পরমিন্দরজিৎ কাউর৷ জনা ছয়েকের ওই দলের তরফে থং ঝিয়াং বলেন, “কৃষিভিত্তিক পণ্যের বড় বাজার রয়েছে এখানে৷ ভারত তো বটেই বাংলাও কৃষিতে যথেষ্ট গুরুত্ব দেয়৷ তাই সেই সব পণ্যের বাজার ধরার জন্য ব্যবসা বাড়ানো যেতেই পারে৷ পাশাপাশি লগ্নিও হতে পারে বিভিন্ন ক্ষেত্রে৷’’

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ