Advertisement
Advertisement
Civic Volunteer

গাড়ি ভাঙচুর, মহিলাদের হেনস্তা! রাতভর মদ্যপ সিভিক ভলান্টিয়ারের তাণ্ডব চাকদহে

সিভিক ভলান্টিয়ারকে আটক করে পুলিশ।

Civic Volunteer accused of ransoming in Chakdaha | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:December 25, 2023 2:23 pm
  • Updated:December 25, 2023 2:23 pm

সুবীর দাস, কল্যাণী: বড়দিনের আগের রাতে মদ্যপ সিভিক ভলান্টিয়ারের তাণ্ডব। টোটো থেকে গাড়ি ভাঙচুর, এমনকী মহিলাদের অকথ্য গালিগালাজেরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শেষপর্যন্ত তাঁর অত্যাচারে বিরক্ত হয়ে পুলিশের দ্বারস্থ হন চাকদহ থানার অন্তর্গত লালপুরের বাসিন্দারা। অভিযোগ পেয়ে ওই সিভিক ভলান্টিয়ারকে আটক করে পুলিশ।

অভিযোগ, নদিয়া জেলার চাকদহ থানার অন্তর্গত লালপুর গোয়েঙ্কা ২০০ নম্বর বুথে রাতভর এক সিভিক ভলান্টিয়ার তাণ্ডব চালায়। অভিযুক্তের নাম প্রীতম রায়। স্থানীয়দের অভিযোগ, গতকাল অর্থাৎ রবিবার রাতে মদ্যপ অবস্থায় ওই সিভিক ভলান্টিয়ার গোটা এলাকাজুড়ে তাণ্ডব চালিয়েছেন। একটি চারচাকা গাড়ি এবং এক ব্যক্তির টোটো ভাঙচুর থেকে শুরু করে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, বেশিরভাগ সময় ওই সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় থাকেন।

Advertisement

[আরও পড়ুন: প্রেম প্রস্তাবে ‘না’, দলীয় কার্যালয়ে ডেকে ছাত্রনেত্রীর ‘শ্লীলতাহানি’ TMCP নেতার]

গতকাল বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা চাকদহ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর পর চাকদহ থানার পুলিশ এসে ওই সিভিক ভলান্টিয়ারকে আটক করে নিয়ে যায়। জানা গিয়েছে, প্রীতমের তাণ্ডবে প্রত্যেকটি বাড়িতে কিছু না কিছু ক্ষতি হয়েছে। আর তাই প্রতিবাদে সোচ্চার হয়েছেন গোটা এলাকার মানুষ।

Advertisement

[আরও পড়ুন: পেলে-নেইমারের ব্রাজিলকে সাসপেন্ড করার হুমকি দিল ফিফা! কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ