Advertisement
Advertisement

Breaking News

নববর্ষের সকালে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র টিটাগড়, গুলিবিদ্ধ ১

টোটো রুট নিয়ন্ত্রণ করা নিয়ে সংঘর্ষ।

Clash breaks out in Titagarh , 4 injured
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 15, 2018 2:41 pm
  • Updated:December 4, 2018 4:22 pm

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: বাংলা নববর্ষের প্রথম দিনে তুমুল অশান্তি উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। স্থানীয় একটি টোটো রুট কাদের নিয়ন্ত্রণে থাকবে? তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। চলল বোমা ও গুলি। গুলিবিদ্ধ ১ জন, বোমার স্প্লিন্টারে আঘাতে গুরুতর আহত ৩। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নামল রাফ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গণ্ডগোল পাকিয়েছে বহিরাগতরা। সাতসকালে এলাকায় ঢুকে বোমাবাজি করতে শুরু করে তাঁরা। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চলে।

[শুভব্রত কাণ্ডে ব্যাংকের কাছ থেকে নথি তলব পুলিশের, জেরা পদস্থ ব্যাংক কর্তাকে]

Advertisement

কলকাতায় চলে না। তবে শহরতলি ও কলকাতা লাগোয়া জেলাগুলিতে বিভিন্ন রুটে চলে টোটো। সত্যি কথা বলতে, টোটোর দাপটে এখন কিছুটা কোণঠাসা অটোচালকরা। আর স্থানীয় টোটো রুটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই নববর্ষের সকালে রক্ত ঝরল উত্তর ২৪ পরগনা টিটাগড়ে। দিনে দুপুরে বোমা ও গুলি চলল ১৫ নম্বর ওয়ার্ডে ছোট ছাইমাঠ এলাকায় ছোট গান্ধীমোড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছোট গান্ধীমোড় থেকে বিটি রোডের টাটা গেট পর্যন্ত টোটো চলে। ছোট গান্ধীমোড়ে স্থানীয় একটি ক্লাবের সামনে টোটোগুলি দাঁড়িয়ে থাকে। এই টোটো রুট কাদের নিয়ন্ত্রণ থাকবে? তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ এলাকায় ঢুকে কয়েকজন বহিরাগত যুবক। কিছু বুঝে ওঠার আগে এলাকায় বোমাবাজি করতে শুরু করে তারা। গুলিও চলে বলে অভিযোগ। চোখের নিমেষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় টিটাগড়ের ছোট গান্ধীমোড়। ওই এলাকায় থাকে শাহজাদ আলম। বোমা, গুলি শব্দ পেয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। গুলিবিদ্ধ হয়েছেন শাহজাদ। বোমার স্প্লিন্টারের আঘাতে জখম আরও ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ ও টিটাগড় থানার পুলিশ। নামানো হয় ব়্যাফও। আহতদের সকলেই প্রথমে নিয়ে যাওয়া হয় বারাকপুরের বিএন বসু হাসপাতালে। পরে গুলিবিদ্ধ শাহজাদকে নিয়ে যাওয়া হয় কলকাতা আরজি কর হাসপাতালে। ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

Advertisement

[দুধের শিশুকে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ