Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র মুর্শিদাবাদ, ধারালো অস্ত্রের কোপে জখম ৮

এই ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।

Clash broke out between two team of TMC in murshidabad
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 2, 2020 7:57 pm
  • Updated:June 2, 2020 7:57 pm

শাহাজাদ হোসেন, ফরাক্কা: মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার অঞ্চল সভাপতি বদলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। জখম হয়েছেন দু’পক্ষের মোট ৮ জন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের জোতকমলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নাম ঘোষণার জন্য মঙ্গলবার দলীয় কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে হাজির হয়েছিলেন কয়েকশো তৃণমূল কর্মী। সেখানেই সংঘর্ষে জড়িয়ে তৃণমূলের দুই গোষ্ঠী। ধারালো অস্ত্র নিয়ে একপক্ষ অপরজনের উপর চড়াও হয়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় রঘুনাথগঞ্জের বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, এদিনের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দু’পক্ষের মোট ৮ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ৩ জনকে ভরতি করা হয়েছে বহরমপুর মেডিক্যাল কলেজে। বাকি পাঁচ জন জঙ্গিপুর হাসপাতালে ভরতি।

Advertisement

[আরও পড়ুন: আমফান কেড়েছে ভিটে, একমাত্র সম্বল ডিঙিতেই দু’সপ্তাহ ধরে সংসার গোসাবার যুবকের]

এই সংঘর্ষের বিষয়টি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় ক্ষুব্ধ জঙ্গিপুর মহকুমার তৃণমূল সভাপতি। তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে জেলা তৃণমূল সভাপতিকেও।

Advertisement

[আরও পড়ুন: কং-তৃণমূলের পর যুব মোর্চারও সভাপতি, বিরল কৃতিত্বের অধিকারী সৌমিত্র খাঁ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ