Advertisement
Advertisement

Breaking News

রাজ্যে ফের ছাত্রমৃত্যু, কোচবিহারে দুষ্কৃতীদের মারে প্রাণ গেল কলেজ পড়ুয়ার

কলেজে তোলাবাজির প্রতিবাদের মাশুল?

college student killed in Cooch Behar

তখনও বেঁচে।

Published by: Tanumoy Ghosal
  • Posted:October 6, 2018 4:43 pm
  • Updated:October 6, 2018 4:47 pm

বিক্রম রায়, কোচবিহার: ইসলামপুরকাণ্ডের রেশ কাটতে না কাটতে ফের ছাত্রমৃত্যু রাজ্যে৷আবার সেই কোচবিহার৷দিনহাটা কলেজে ঢুকে প্রথম বর্ষের এক ছাত্রকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷শনিবার সকালে কোচবিহার শহরের একটি নার্সিংহোমে মারা গেলেন তিনি৷পরিবারের অভিযোগ, কলেজে তোলাবাজির প্রতিবাদ করাতেই আক্রান্ত হয়েছিলেন ওই ছাত্র৷

[ মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে ইভটিজারের হাতে আক্রান্ত বাবা]

Advertisement

মৃতের নাম অলক নিতাই দাস৷কোচবিহারের দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্র৷পরিবারের লোকেদের অভিযোগ, টাকার বিনিময়ে দিনহাটা কলেজে পড়ুয়াদের ভরতি নেওয়া হচ্ছে৷গত বৃহস্পতিবার নকল শংসাপত্র দেখিয়ে কলেজে ভরতি হতে আসে বেশ কয়েকজন৷প্রতিবাদ করেছিলেন দিনহাটা কলেজে প্রথম বর্ষের ছাত্র অলক নিতাই দাস৷তাঁকে কলেজের গেটের সামনে বেধড়ক মারধর করে দুষ্কতীরা৷তাতেও শান্তি হয়নি হামলাকারীদের! অলককে দিনহাটা শহরের বাইপাসে নিয়ে গিয়ে ফের একপ্রস্ত মারধর করা হয়৷এরপর তাঁকে সেখানে ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা৷গুরুতর আহত ওই কলেজ পড়ুয়াকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করে পুলিশ৷পরে স্থানান্তরিত করা হয় কোচবিহার শহরের একটি নার্সিংহোমে৷শনিবার দুপুরে মারা যান দিনহাটার কলেজের ছাত্র অলক নিতাই দাস৷

কয়েক মাস আগে কোচবিহার শহরের গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এক কলেজ পড়ুয়া৷নিহত মাজিদ আনসারি কোচবিহার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন৷টিমসিপির ছাত্র পরিষদের কোচবিহার কলেজ ইউনিটের আহ্বায়কও ছিলেন তিনি৷ঘটনার দিন সকালে পোস্টার লাগানো নিয়ে কোচবিহার কলেজের গণ্ডগোল হয়েছিল৷দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন মাজিদ৷তাঁর মৃত্যুতে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল কোচবিহার শহরে৷আর দিন কয়েক আগেই উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছাত্র বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় দু’জন পড়ুয়ার৷ 

[ নাবালিকাকে বিয়ে! পুলিশের ভয়ে আসর ছেড়ে পালাল বর

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement