Advertisement
Advertisement
Chopra

চোপড়ায় শিশুমৃত্যু: BSF কমান্ডারের বিরুদ্ধে অভিযোগ দায়ের, চাপ বাড়াচ্ছে তৃণমূলও

কড়া নিরাপত্তায় চার শিশুকে সমাধিস্থ করা হয়।

Complain registered against BSF Commander in Chopra 4 Children death case

কড়া নিরাপত্তায় চার শিশুকে সমাধিস্থ করা হয়। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:February 13, 2024 6:45 pm
  • Updated:February 13, 2024 6:46 pm

শংকরকুমার রায়, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরে ৪ শিশুর মৃত্যুর ঘটনায় বিএসএফের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল। এর মধ্যেই বিএসএফ কোম্পানি কমান্ডার এবং নিকাশি নালা সংস্কারের দায়িত্বে থাকা সংস্থার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। ইতিমধ্যে ঘাতক জেসিবি চালককে আটক করেছে চোপড়ার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশ জেসিবিটিও বাজেয়াপ্ত করেছে। এদিকে বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও তৃণমূল নেতা-কর্মীরা।

উত্তর দিনাজপুরের চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি নালা ছিল। তা সম্প্রসারণের জন্য জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছিল। বিএসএফের (BSF) অধীনে ‘নো ম্যানস ল্যান্ডে’ কেন্দ্রের সিপিডব্লিউডি রাস্তার পাশে মাটি তুলছিল। এলাকার সেই কাজ দেখতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ওই সময় ৬ থেকে ১৪ বছরের বাচ্চারা খেলছিল সেখানে। খেলতে খেলতেই নালায় পড়ে গিয়ে মৃত্যু হয় ৪ জনের।

Advertisement

[আরও পড়ুন: আবু ধাবি সফরে মোদি, প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারতের’ কথা শুনবেন হাজার হাজার প্রবাসী]

এদিন বেলা বারোটা নাগাদ চার শিশুকে সমাধিস্থ করা হয়। শেষকৃত্যে পরিজনের পাশাপাশি সাধারণ মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিল পুলিশ ও বিএসএফ জওয়ানরা। এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই রাস্তাজুড়ে প্রচুর সংখ্যক সশস্ত্র পুলিশবাহিনী এবং বিএসএফের জওয়ানরা টহল দিতে শুরু করে। ইসলামপুর পুলিশ সুপার জেমি খামাস বলেন,”জেসিবির সহকারি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিএসএফের ১৩২ ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার এবং কাজের দায়িত্বে থাকা সংস্থার মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিজনরা।”

Advertisement

মৃত্যুর প্রতিবাদে তৃণমূলের তরফে চোপড়ায় বিক্ষোভ মিছিল করে তৃণমূল। বিক্ষোভ সমাবেশে দলীয় পতাকা নিয়ে হাজির ছিলেন কর্মী-সমর্থকরা। শামিল ছিলেন গোয়ালপোখরের বিধায়ক তথা পরিবেশমন্ত্রী গোলাম রব্বানি এবং তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল প্রমুখ।

[আরও পড়ুন: অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেনে এলোপাথাড়ি পাথরবৃষ্টি! তদন্তে রেল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ