BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘প্রতারকদের পিঠের চামড়া…., ওদের নগ্ন করে দিন!’, এবার বিতর্কে বিকাশরঞ্জন ভট্টাচার্য

Published by: Tiyasha Sarkar |    Posted: June 2, 2023 1:55 pm|    Updated: June 2, 2023 5:44 pm

Controversy started over lawyer Bikashranjan Bhattyachariya's comment | Sangbad Pratidin

অর্ণব দাস, বারাকপুর: এবার বিস্ফোরক বিকাশরঞ্জন ভট্টাচার্য। বরানগরে দাঁড়িয়ে প্রতারকদের পিঠের চামড়া তুলে দেওয়ার, নগ্ন করে দেওয়ার নিদান দিলেন তিনি। যা নিয়ে তুঙ্গে বিতর্ক।

বৃহস্পতিবার বরানগরে প্রয়াত এক বামনেতার স্মরণ সভায় যোগ দিয়েছিলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টচার্য। সেখানেই উঠে আসে দুর্নীতি প্রসঙ্গ। বিকাশবাবু বলেন, “আপনাদের আহ্বান করব, পিঠের চামড়া…।  কারণ, সেরকম করার মতো পরিস্থিতি এসেছে।” তবে রাজনৈতিক পরিচয়ের জন্য নয়, প্রতারকদের শিক্ষা দেওয়ার কথা বলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। বলেন, “রাজনৈতিক ভণ্ড, প্রতারকদের পিঠের চামড়া…। ওদের নগ্ন করে দিন।” ধাপ্পাবাজ নেতাদের মুখোশ ছিঁড়ে দেওয়ার কথাও বলেন তিনি। এই মন্তব্যকে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক। শাসকদলের একাংশের দাবি, অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন বামনেতা।

[আরও পড়ুন: শুভেন্দুর কনভয়ের ধাক্কায় মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, আজীবন পাশে থাকার আশ্বাস]

এ প্রসঙ্গে বরানগরের এক তৃণমূল নেতা বলেন, “সিপিএমকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই ওরা কী বলল না বলল তাতে কোনও কাজ হবে না। ওদের কথায় কেউ কান দেয় না।” এবিষয়ে জয়প্রকাশ মজুমদার বলেন, “যে একের পর এক মামলা করে যুবসমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন তাঁকে আর কী বলব? উনি অপ্রাসঙ্গিক।”

[আরও পড়ুন: চাঁদা তুলতে গিয়ে নাবালিকাকে শ্লীলতাহানি সন্ন্যাসীর! গণপিটুনি ক্ষুব্ধ স্থানীয়দের, উত্তপ্ত রায়গঞ্জ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে