Advertisement
Advertisement

রাজমিস্ত্রির ছদ্মবেশে বাজিমাত, ৪ সশস্ত্র দুষ্কৃতীকে ধরল পুলিশ

সিনেমাকেও হার মানায়।

Cop took the disguise of mason, caught 4 anti-socials
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 9, 2018 2:59 pm
  • Updated:February 9, 2018 2:59 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: পেশার তাগিদে কত কিছুই না করতে হয়! অপরাধী ধরতে রাজমিস্ত্রির ছদ্মবেশ নিল হুগলির উত্তরপাড়া থানার পুলিশ। রীতিমতো বারমুডা, লুঙ্গি পরে নির্মীয়মাণ একটি বহুতলের রাজমিস্ত্রির কাজ করলেন আইসি-সহ ১৪ জন পুলিশকর্মী। পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ল ৪ দুষ্কৃতী। ধৃতদের কাছে মিলল আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা ও ২টি বাইক। হাফ ছেড়ে বাঁচলেন কোন্নগরের এক প্রোমোটার।

[পথ দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুতে রণক্ষেত্র রায়গঞ্জ, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি]

Advertisement

ঘটনা ঠিক কী? পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোন্নগরের নবগ্রাম এলাকার এক প্রোমোটারের কাছ থেকে তোলা আদায়ের চেষ্টা চালাচ্ছিল দুষ্কৃতীরা। ফোনে ওই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল, ৬ লক্ষ টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে। প্রাণ বাঁচাতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই প্রোমোটার। বৃহস্পতিবার তাঁর উপর হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু, আগেভাগেই সেই খবর পৌঁছে যায় উত্তরপাড়া থানায়। থানার আইসি মধুসূদন মুখোপাধ্যায় বুঝতে পেরেছিলেন, প্রোমোটারকে বাঁচাতে যদি পুলিশ মোতায়েন করা হয়, তাহলে দুষ্কৃতীরা সতর্ক হয়ে যাবে। তাদের আর ধরা যাবে না। তাই এক অভিনব ফন্দি আঁটেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকে  ওই প্রোমোটারের এক নির্মীয়মাণ আবাসনে রাজমিস্ত্রির কাছে লেগে পড়েন উত্তরপাড়ার থানার আইসি। তাঁর সঙ্গে ছিলেন আর ১৩ জন পুলিশকর্মী। তাঁদের পোশাক-আশাক, চালচলন এতটাই নিখুঁত ছিল, যে স্থানীয় বাসিন্দারা ঘৃণাক্ষরেও কিছু টের পাননি। আর এভাবেই ৪ দুষ্কৃতীকে ধরে ফেলল পুলিশ।

Advertisement

[বিয়েতে নারাজ পরিবার, বদলা নিতে নেটদুনিয়ায় প্রেমিকার অন্তরঙ্গ ছবি ফাঁস]

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে ওই নির্মীয়মাণ আবাসনে হাজির হয় ৫ জন সশস্ত্র দুষ্কৃতী। প্রোমোটারের কাছে টাকা চেয়ে হুমকি দিতে থাকে তাঁরা। আচমকাই একজনকে পিছন থেকে জাপটে ধরে রাজমিস্ত্রির ছদ্মবেশী এক পুলিশকর্মী। পরিস্থিতি বেগতিক বুঝে বাকিরা পালানোর চেষ্টা করে। রীতিমতো ধাওয়া করে ৩ জন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। তবে ১ জন পালিয়ে গিয়েছে। এই পুলিশের এই সক্রিয়তায় স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী। উত্তরপাড়া থানার আইসির ভুয়সী প্রশংসার করেছেন তাঁরা। হাফ ছেড়ে বেঁচেছেন ওই প্রোমোটারও।

[স্কুলে পড়ুয়া নেই, গল্পগুজব করেই বেতন নিয়ে বাড়ি ফিরছেন শিক্ষক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ