Advertisement
Advertisement

Breaking News

COVID-19

ভোটের মরশুমে রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৭৩৩ জন

আতঙ্কে ঘুম উড়েছে রাজ্যবাসীর।

Corona cases on the rise in Kolkata, West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 2, 2021 7:40 pm
  • Updated:April 2, 2021 7:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় সাড়ে ১৭০০ মানুষ। করোনার বলি হয়েছেন ৪ জন। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানে কার্যত ঘুম উড়েছে রাজ্যবাসীর।

বঙ্গে ভোটযুদ্ধ (West Bengal Assembly Elections) শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দু’দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে ৬ দফা বাকি। ফলে রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার চালাচ্ছে। সভাগুলিতে জমায়েত করছেন হাজার হাজার মানুষ। এছাড়া ট্রেনে-বাসে রীতিমতো বাদুরঝোলা হয়ে যাতায়াত করছে আমজনতা। অর্থাৎ দূরত্ব বিধি কার্যত শিকেয়! মাস্ক ছাড়াই পথে নামছেন অনেকে। আর এরই মাঝে লাফিয়ে বাড়ছে মারণ করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৩ জন। তার মধ্যে ৫১৩ জনই কলকাতার। অর্থাৎ সংক্রমণের নিরিখে প্রথম স্থানে তিলোত্তমা। অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। যা আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মনে। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সেখানকার ৩৩১ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে সংক্রমিত ১৭৩ জন। চতুর্থ স্থানে হাওড়া। এই একদিনে করোনা থাবা বসিয়েছে সেখানকার ১৫৯ জনের শরীরে। কালিম্পং ও ঝাড়গ্রাম বাদে বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৮৯, ৯২২। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৪ জনের। তাঁদের মধ্যে দু’জন কলকাতার ও বাকিরা হাওড়ার। 

Advertisement

[আরও পড়ুন: ‘বিনামূল্যে রেশন নাকি ভাষণ, কোনটা চান?’, তৃণমূল-বিজেপির তুলনা টেনে প্রশ্ন অভিষেকের ]

সংক্রমণের পাশাপাশি সামান্য হলেও বেড়েছে করোনাজয়ীর সংখ্যাও। ২৪ ঘণ্টায় করোনাকে পরাস্ত করে হাসিমুখে ঘরে ফিরেছেন রাজ্যের ৫৫০ জন। তাঁদের মধ্যে ১৭৩ জন কলকাতার। অর্থাৎ সুস্থতার নিরিখেও প্রথম স্থানে তিলোত্তমা। এখনও পর্যন্ত করোনা জয় করেছেন রাজ্যের মোট ৫, ৭১, ৮৯৫ জন। 

Advertisement

[আরও পড়ুন: ‘বিনামূল্যে রেশন নাকি ভাষণ, কোনটা চান?’, তৃণমূল-বিজেপির তুলনা টেনে প্রশ্ন অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ