Advertisement
Advertisement

Breaking News

corona

রাজ্যে সুস্থতার হার প্রায় ৭৮ শতাংশ, চিন্তায় রাখছে উঃ ২৪ পরগনার করোনা পরিস্থিতি

একদিনে রাজ্যে করোনার বলি ৫৭ জন।

coronavirus: 3274 tested positive for covid-19 in last 24 hrs in West Bengal

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 23, 2020 9:11 pm
  • Updated:August 23, 2020 9:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই অল্প অল্প করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত বেশ কয়েকদিন ধরেই রোজই রাজ্যে সংক্রমিত হচ্ছেন ৩ হাজারেরও বেশি মানুষ। অর্থাৎ সংক্রমণ কম হওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বর্তমানে কলকাতার থেকেও করুণ পরিস্থিতি উত্তর ২৪ পরগনার। সে জেলা ফের ২৪ ঘণ্টায় সংক্রমণের শীর্ষে। তবে এরই মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার ঊর্ধ্বমুখী গ্রাফ।

রবিবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৪ জন। যা গতকালের তুলনায় বেশি। শুধু কলকাতায় আক্রান্ত ৫৬৩ জন। সেখানে উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৬৯৬ জন। তালিকায় এরপরই রয়েছে পশ্চিম মেদিনীপুর। গত ২৪ ঘণ্টায় সেখানে ২৮৫ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। ফলে বর্তমানে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লক্ষ ৩৮ হাজার ৮৭০। তবে এর মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে অ্যাকটিভ কেস ২৮ হাজার ৬৯। এদিকে, এখনও এই মারণ ভাইরাস প্রাণ কেড়ে চলেছে রাজ্যবাসীর। একদিনে রাজ্যে করোনার বলি ৫৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২,৭৯৪ জন।

Advertisement

[আরও পড়ুন: এবার করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, রয়েছেন হোম আইসোলেশনে]

তবে বাড়তে থাকা সংক্রমণের মধ্যেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গতকালের তুলনায় একলাফে অনেকখানি বাড়ল সুস্থতার হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, বর্তমানে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৭৭.৭৮ শতাংশ মানুষ। গত ২৪ ঘণ্টাতে মারণ ভাইরাস থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৪৮ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলাতেই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৫ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা জয়ী ১ লক্ষ ৮ হাজার ৭ জন।

Advertisement

করোনা রোগীকে চিহ্নিত করতে লকডাউন করার পাশাপাশি ট্র্যাকিং, ট্রেসিং এবং টেস্টিংয়ে জোর দিয়েছে প্রশাসন। শুক্রবারের তুলনায় বেড়েছে করোনা টেস্টের সংখ্যাও। বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ১৪৯টি নমুনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১৫ লক্ষ ৬১ হাজার ৩১১টি স্যাম্পেল টেস্ট হয়েছে।

[আরও পড়ুন: অনলাইনে গাড়ি কিনতে গিয়ে প্রতারিত যুবক, তদন্তকারীদের নজরে রাজস্থানের ‘ভরতপুর গ্যাং’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ