Advertisement
Advertisement

Breaking News

ফের করোনার থাবা অশোকনগরে, এবার আক্রান্ত এক পুলিশকর্মী

এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।

COVID-19: One more tested positive at Asoknagar, this time a cop

ছবি: প্রতীকী

Published by: Subhamay Mandal
  • Posted:May 6, 2020 5:20 pm
  • Updated:May 6, 2020 5:20 pm

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: এবার অশোকনগরে করোনা আক্রান্ত এক পুলিশকর্মী। তিনি হাওড়ার শিবপুরে পুলিশ লাইনে কনস্টেবল হিসাবে কর্মরত। বছর বত্রিশের ঐ ব্যক্তি অশোকনগর কল্যাণগড় পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের এজি কলোনি এলাকায় এক আত্মীয়র বাড়িতে ভাড়া থাকতেন। গত দিন চারেক ধরে জ্বর থাকায় তাঁকে পাঠানো হয় ব্যারাকপুরের করোনা হাসপাতালে। বুধবার তাঁর পরীক্ষার রিপোর্ট আসে। দেখা যায় তিনি করোনা পজিটিভ।

জানা গিয়েছে, অশোকনগর পুরসভার তরফে দমকলের সাহায্যে যে বাড়িতে তিনি থাকতেন এবং তার আশেপাশে স্যানিটাইজা করা হয়। পুলিশের তরফেও ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হয়। করোনা আক্রান্ত ব্যক্তির প্রতিবেশীদের আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। অশোকনগর-কল্যাণগড় পুরসভার তরফে একটি কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। আক্রান্ত পুলিশকর্মী যেখানে থাকতেন তার আশেপাশে ৩০ মিটার দূরত্ব থেকে একটি জোন তৈরি করা হচ্ছে। আর ৬০ মিটার দূরত্বে আরও একটি জোন তৈরি করা হচ্ছে। তাদের চলাফেরার উপর নিয়ন্ত্রণ রাখছে প্রশাসন।

Advertisement

[আরও পড়ুন: করোনা আক্রান্ত মেদিনীপুর মেডিক্যালে ভরতি হাওড়ার বাসিন্দা, আতঙ্কে কাঁটা হাসপাতাল]

প্রসঙ্গত, কিছুদিন আগেই অশোকনগরে করোনা পজিটিভ হন একজন। উপসর্গে সন্দেহ হওয়ায় তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল নাইসেডে। রিপোর্ট মিলতেই জানা যায়, তিনি সংক্রমিত। বিষয়টি প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। এবার পুলিশকর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

[আরও পড়ুন: করোনা আক্রান্ত বউবাজার থানার শীর্ষ আধিকারিক, কোয়ারেন্টাইনে বেশ কয়েকজন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ