Advertisement
Advertisement
COVID-19

বাড়ছে সংক্রমণ! গত ২৪ ঘণ্টায় বঙ্গে নতুন করে কোভিড আক্রান্ত চার

এনিয়ে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ১১, সতর্ক প্রশাসন।

COVID-19 update in West Bengal: Four new infection identified in last 24 hours

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 25, 2025 5:36 pm
  • Updated:May 25, 2025 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আতঙ্ক বাড়িয়ে ফের বঙ্গে কোভিড সংক্রমিতের সংখ্যা ঊর্ধ্বমুখী। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় আরও বেশ কয়েকজনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাস। পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হওয়ায় এই মুহূর্তে রাজ্যে মোট কোভিড রোগীর সংখ্যা ১১। তাঁরা সকলেই সরকারি, বেসরকারি হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন সকলে। শ্বাসকষ্ট-সহ অন্যান্য উপসর্গের প্রতি নজর রাখা হচ্ছে, যাতে বোঝা যায় করোনা ভাইরাস আদতে তাঁদের শরীরে কতটা প্রভাব ফেলেছে।

Advertisement

শনিবার পর্যন্ত রাজ্যে কোভিড রোগীর সংখ্যা ছিল ৭। তাঁদের মধ্যে দু’জন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট হাসপাতালে চিকিৎসাধীন। আর রবিবার স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, মোট ১১ জনের শরীরে মিলেছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট। গত ২৪ ঘণ্টায় ৪ জনের শরীরে নতুন করে করোনার সন্ধান পাওয়া গিয়েছে। RT-PCR পরীক্ষায় তাঁদের রিপোর্ট কোভিড পজিটিভ এসেছে। তাঁরা বেলেঘাটাই আইডি, এনআরএসের মতো সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন বলে খবর।

রাজ্যে করোনা পরিস্থিতির এহেন চিত্র দেখে বিশেষজ্ঞ মহলের মত, পুরনো কোভিড বিধি ফিরতে চলেছে। জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও শ্বাসকষ্টে ভুগতে থাকা মানুষজনের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। দেশেও করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত। দিল্লি, কেরলে ইতিমধ্যেই কোভিড বিধি জারি হয়েছে। বাংলায় অবশ্য ততটা উদ্বেগজনক পরিস্থিতি নয়। প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে, নতুন করে করোনার ঢেউ এলে তা মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত। অযথা আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা আমাদের জীবনে অন্যান্য রোগের মতোই স্বাভাবিক হয়ে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement