Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

COVID-19 Updates: দীপাবলির মরশুমে খানিক স্বস্তি, কমল রাজ্যের করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭৬৩ জন।

COVID-19 Updates in West Bengal: 763 new cases in last 24 hours, 13 death |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 5, 2021 6:32 pm
  • Updated:November 5, 2021 6:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দীপাবলির মরশুমে কিছুটা স্বস্তি দিল রাজ্যের কোভিড (COVID-19) গ্রাফ।  কমল রাজ্যের করোনা সংক্রমণ, মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭৬৩ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। একদিনে মহামারীকে হারিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে এসেছেন ৮০৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.২৯ শতাংশ। সংক্রমণের শীর্ষে সেই কলকাতা। গত ২৪ ঘণ্টায় এখানে করোনা আক্রান্তের সংখ্যা ২০৩ জন।

 কোভিডবিধি মেনে রাজ্যে দুর্গোৎসব পালিত হলেও, পুজো শেষে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ চিন্তা বাড়াচ্ছিল। আশঙ্কা হচ্ছিল, নতুন করে শীতের ঠিক আগে মারণ জীবাণু থাবা বসাতে চলেছে কি না। বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী সংক্রমণ, মৃ্ত্যুতে চিন্তিত হয়ে পড়েছিল স্বাস্থ্যমহল। বিশেষত কলকাতার পরিসংখ্যানে উদ্বেগ বাড়ছিল। দীপাবলির মরশুমে দেখা গেল, সংক্রমণ খানিকটা নিম্নমুখী। তবে কলকাতার (Kolkata) পরিস্থিতি প্রায় একই। সংক্রমণে কলকাতার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪৫ জন। করোনাযুদ্ধে সবচেয়ে এগিয়ে মালদহ, মুর্শিদাবাদ, কালিম্পং। তিন জেলাতেই দৈনিক আক্রান্ত পাঁচের কম। 

Advertisement

[আরও পড়ুন: মণ্ডা-মিষ্টির টানে ছুটে যেতেন গ্রামে, সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাতুর পৈতৃক ভিটে

রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে বাংলায় (West Bengal) মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯৭ হাজার ৯৫। সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৫৭ জন। কমেছে অ্যাকটিভ কেস। এই মুহূর্তে তা ৮১৩৭। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ২১২ টি। এর মধ্যে ২.৫৩শতাংশ রিপোর্ট পজিটিভ। 

Advertisement

[আরও পড়ুন: কালীপুজোতেই বঙ্গে শীতের আমেজ, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা নামল ১৮ ডিগ্রির নিচে]

কোভিড মোকাবিলায় জোর দেওয়া হচ্ছে টিকাকরণে (Corona vaccination)। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৪৬ হাজার ৩২ জনকে টিকা দেওয়া হয়েছে। এ রাজ্যে করোনা টিকা নষ্ট হয়নি এতটুকুও। রাজ্যের মোট ৮ কোটিরও বেশি মানুষ পেয়েছেন ভ্যাকসিন।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ