অর্ণব দাস, বারাসত: সেলিমের পর এবার তন্ময় ভট্টাচার্য(Tanmoy Bhattacharya)। ভোটের সকালে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বরানগরের উপনির্বাচনের(Baranagar By-Election) বামপ্রার্থী তন্ময় ভট্টাচার্য। প্রথমে বামপ্রার্থীকে লক্ষ্য করে চলে ঘুষি। এরপরই রীতিমতো দুজনের কলার চেপে ধরলেন তন্ময়।
আজ অর্থাৎ শনিবার দেশজুড়ে চলছে সপ্তম দফার নির্বাচন। সেই সঙ্গে উপনির্বাচনও চলছে। এদিন বরানগর বিধানসভা আসনে চলছে ভোট। শনিবার সকালে বুথে বুথে যান বামপ্রার্থী তন্ময় ভট্টাচার্য। অভিযোগ, এক বুথে থাকা তৃণমূল কাউন্সিলর তন্ময়কে চোর বলে তোপ দাগেন। স্বাভাবিকভাবেই মেজাজ হারান বামপ্রার্থী। লোকসভা নির্বাচনের মাঝে হিটলার নামে এক ব্যক্তিকে ‘মার’তে দেখা গিয়েছিল মহম্মদ সেলিমকে। এবার একই ভূমিকায় দেখা গেল তন্ময় ভট্টাচার্যকে। তিনি জ্যোতিপ্রিয় মল্লিকদের প্রসঙ্গ তুলে পালটা দেন। এর পরই দুপক্ষের মধ্যে প্রবল বচসা শুরু হয়।
অভিযোগ, সেই সময় কাউন্সিলর ও তাঁর সঙ্গে থাকা এক যুবক তন্ময় ভট্টাচার্যকে ঘুষি মারে। এতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পালটা ঘাড় ধাক্কা দেন তন্ময়। দু হাতে দুই যুবকের কলার চেপে ধরেন। রীতিমতো ‘দাবাং’ মেজাজে ধরা দেন তিনি। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁদের উপস্থিতি সমস্যা মেটে। এ বিষয়ে তন্ময়বাবু বলেন, “আমাকে দেখে চোর স্লোগান দিচ্ছিল। আমি প্রতিবাদ করেছি। ওরা ঘুষি মারছিল। আমি পালটা দিয়েছি।” এবিষয়ে কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.