Advertisement
Advertisement

Breaking News

টাকা তোলার মরিয়া চেষ্টা, ছুটির দিনে লম্বা লাইন এটিএম-ব্যাঙ্কে

২৪ ঘন্টা পরেও স্বাভাবিক হল না এটিএম পরিষেবা৷

Currency ban: Long queues at ATMs, banks
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 12, 2016 12:22 pm
  • Updated:November 12, 2016 6:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘন্টা পরেও স্বাভাবিক হল না এটিএম পরিষেবা৷ টাকা তুলতে না পেরে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ৷ কলকাতা-সহ গোটা রাজ্যেই এটিএম পরিষেবা বিপর্যস্ত৷ শনিবার ব্যাঙ্ক খোলা থাকলেও লম্বা লাইনে দাঁড়াতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর এসেছে৷ সবমিলিয়ে, সাধারণ মানুষের ভোগান্তির অবসান হল না আজও৷ ছুটির দিনে টাকা তুলে ঘরে রাখতে চেয়ে যাঁরা এদিন ব্যাঙ্ক বা এটিএমে গিয়েছিলেন, তাঁদের ফিরতে হয়েছে খালি হাতেই৷

গত ৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে বিবেচিত হবে৷ শুধুমাত্র গুটিকয়েক জরুরি পরিষেবা গ্রহণের ক্ষেত্রে ৫০০ ও ১০০০ টাকার নোট গ্রাহ্য হবে৷ সেই ঘোষণার পর গতকাল, শুক্রবার প্রথম এটিএম খুলেছিল। কিন্তু প্রতিশ্রুতি মাফিক পরিষেবা স্বাভাবিক হয়নি৷ কোথাও লিঙ্কের সমস্যা, কোথাও টাকা নেই-এই অজুহাতে বন্ধ থেকেছে এটিএম৷ নগদ টাকা তুলতে না পেরে কেউ মায়ের ওষুধ কিনতে পারছেন না, কেউ প্রায় না খেয়ে গোটা দিন কাটিয়ে দিচ্ছেন৷ সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেন না কোথায় গেলে সুরাহা মিলবে৷ সরকারের সঙ্গে ব্যাঙ্কের বক্তব্য কোথাও কোথাও মিলছে না অভিযোগ৷ বেসরকারি ব্যাঙ্কগুলির পরিষেবা তলানিতে ঠেকেছে৷ এদিনও বহু এটিএম খোলেনি বলে অভিযোগ৷ যেখানে এটিএম খুলেছে সেখানেও টাকা নেই বলে বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে৷ বিবাদী ব্যাগ, ডালহৌসি, ধর্মতলা, শ্যামবাজার, কাঁকুড়গাছি – যেখানেই এটিএম-এর দরজা খোলা দেখতে পেয়েছেন মানুষ, সেখানেই লাইনে দাঁড়িয়েছেন৷ আপাতত এটিএম থেকে ১০০ টাকার নোট মিলছে৷ প্রযুক্তিগত ত্রুটি মেরামতির পর মিলবে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটও৷ কিন্তু ১০০ টাকার নোট এটিএমে পর্যাপ্ত নেই বলে অভিযোগ৷

Advertisement

শহরে সব প্রান্তে এই একই ছবি দেখা গেল শনিবার৷ এসবিআই, আইসিআইসিএই, এইচডিএফসি ব্যাঙ্কের এটিএম-এর বাইরে দমবন্ধ করা ভিড়৷ অ্যাক্সিস-এর বহু এটিএম তো বন্ধই৷ এই সমস্যা মিটতে আরও দিন দশেক সময় লেগে যাবে বলে জানাচ্ছেন ব্যাঙ্কের কর্তারা৷ লাইনে দাঁড়িয়ে গরমে, তেষ্টায় কাহিল অবস্থা গ্রাহকদের৷ অনেকে তো অসুস্থও হয়ে পড়ছেন৷ গ্রাহকদের স্বার্থে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সহযোগিতা না করে বরং বিভ্রান্ত করছে বলে অভিযোগ৷ তবে এই টানাপোড়েনে ১০০ শতাংশ নম্বর দিতে হবে গ্রাহককেই৷ কারণ, কালো টাকা রুখতে এটুকু কষ্ট সহ্য করে নিতে তাঁরা কসুর করছেন না৷ কোনও গ্রাহক ব্যাঙ্ক থেকে ৪০০০ টাকা পেলে ভাগ করে নিচ্ছেন অন্য গ্রাহকদের সঙ্গে৷ শুধু কলকাতা নয়, জেলায় জেলায় এই একই ছবির দেখা মিলেছে৷ শনিবারও উত্তর ও দক্ষিণবঙ্গের বহু জেলায় এটিএম খোলেনি৷ উত্তর ২৪ পরগনার বারাসত, বনগাঁ, অশোকনগর – সর্বত্র এটিএম হয় বন্ধ নয় টাকা নেই বলে বিজ্ঞপ্তি টাঙানো৷ বর্ধমানে বেশ কয়েকটি এটিএম খোলা থাকলেও লিঙ্কের সমস্যার জন্য টাকা তোলা যায়নি বলে অভিযোগ৷ এই পরিস্থিতিতে আজ ও আগামিকাল খোলা থাকছে সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক৷ এদিনও ব্যাঙ্কের সামনে লম্বা লাইন পড়েছে সকাল থেকে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ