সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব বেশি সময় বোধ হয় আর নেই। যে কোনও মুহূর্তে এই রাজ্যের বুকে আছড়ে পড়তে পারে সাইক্লোন রাউনি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরীয় এলাকায় রাউনি তার শক্তি বাড়াচ্ছে। ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে সে ধেয়ে আসছে উত্তর-পূর্ব দিকে। যার প্রকোপের মুখে গুরুতর ভাবে পড়বে ওড়িশা এবং অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী অঞ্চল।
জানা গিয়েছে, বঙ্গের বুকে যে কোনও মুহূর্তে রাউনি সাইক্লোনের আকার ধারণ করতে পারে।
এর আগে বিগত ২৪ ঘণ্টায় সাইক্লোন রাউনি তছনছ করেছে অন্ধ্র প্রদেশের দক্ষিণ উপকূল। মছলিপত্তনমে শুক্রবার সকাল সাড়ে ছটা পর্যন্ত ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বিশাখাপত্তনমও বাদ যায়নি রাউনির গ্রাস থেকে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ৭৬ মিমি।
আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হতে পারে ওড়িশা এবং অন্ধ্রের উপকূল। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে ওই অঞ্চলগুলিতে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ওড়িশা এবং অন্ধ্র হয়ে রাউনি যেতে পারে বাংলাদেশের দিকে।
পাশাপাশি, রাউনির জেরে ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে। বাদ যাবে না কলকাতাও।