Advertisement
Advertisement
Daily passenger of Kharagpur division block train

নিত্যদিন দেরি করে লোকাল ট্রেন, প্রতিবাদে অফিস টাইমে খড়গপুর শাখায় রেল অবরোধ

রেল অবরোধে ভোগান্তির শিকার যাত্রীরা।

Daily passenger of Kharagpur division block train in protest against worst service । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 24, 2023 10:34 am
  • Updated:July 24, 2023 12:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিত্যদিন দেরি করে লোকাল ট্রেন। তার প্রতিবাদে রেল অবরোধ স্থানীয়দের। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে খড়গপুরের ভোগপুর স্টেশনে যাত্রী বিক্ষোভ। তার জেরে ব্যাহত রেল পরিষেবা। অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে একের পর এক লোকাল ও দূরপাল্লার ট্রেন। 

সোমবার সকালে ঘড়ির কাঁটায় তখন ৮টা ২০ হবে। অফিস যাতায়াতকারীদের ভিড় স্টেশনে। আচমকাই রেল অবরোধ। স্টেশনে পৌঁছেও দাঁড়িয়ে রয়েছে ট্রেন। রেললাইনে নেমে বিক্ষোভ উত্তেজিত জনতার। তাঁদের অভিযোগ, নিত্যদিন দেরি করে লোকাল ট্রেন। তার ফলে গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায়। রেল কর্তৃপক্ষকে অবিলম্বে সমস্যা সমাধান করতে হবে বলেও দাবি তাঁদের।

Advertisement

[আরও পড়ুন: নো বলে আউট ভারতীয় ব্যাটার? পাকিস্তানের কাছে হারের পর তোলপাড় নেটদুনিয়া]

প্রায় ঘণ্টাদুয়েক ধরে একটানা চলে রেল অবরোধ। তার জেরে একাধিক স্টেশনে আটকে পড়ে বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন। ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। তবে রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবশেষে অবরোধ উঠে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়।   

Advertisement

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: শহরে ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত, স্বাগত জানাতে মাঝরাতেই বিমানবন্দরে লাল হলুদ জনতার ঢল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ