Advertisement
Advertisement

গাড়িতে উলটো জাতীয় পতাকা, বিতর্কে রাজ্যের মন্ত্রী

চালকের ভুলে বিতর্কে মন্ত্রী।

Dakshin Dinajpur: Upside down national flag in minster’s car creates controversy
Published by: Suparna Majumder
  • Posted:August 9, 2018 8:51 pm
  • Updated:August 9, 2018 8:51 pm

রাজা দাস, বালুরঘাট: আদিবাসী দিবস ও ভারত ছাড়ো আন্দোলনের ৭৫তম বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী। মঞ্চে উঠলেন। সম্বর্ধনা গ্রহণ করলেন। উন্নয়নের পক্ষে বক্তব্যও রাখলেন। কিন্তু চালকের একটি ভুলের জন্য সব মাটি হয়ে গেল। অনুষ্ঠান নয়, আলোচনার কেন্দ্র হয়ে উঠল মন্ত্রীর গাড়ির সামনে লাগানো জাতীয় পতাকা। কেন? কারণ জাতীয় পতাকাটি উলটোভাবে লাগানো ছিল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালাপুরের কুরুখনগর এলাকায়। মন্ত্রীর নাম বাচ্চু হাঁসদা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তিনি। দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ পরিচিত মুখ।

[‘রাজ্যে মাফিয়া চক্রের স্রষ্টা তৃণমূল’, শিলিগুড়িতে বিস্ফোরক মন্তব্য মুকুল রায়ের]

Advertisement

বৃহস্পতিবার কুরুখনগরের অনুষ্ঠানে যান বাচ্চু হাঁসদা। সেখানে আমন্ত্রিত ছিলেন তিনি। মঞ্চে উঠে অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু হঠাৎই উপস্থিত জনতার চোখ যায় মন্ত্রীর গাড়ির দিকে। দেখা যায় গাড়ির সামনে যে পতাকাটি লাগানো হয়েছে, তা উলটো। গাঢ় গেরুয়া রং, যা ত্যাগ, বৈরাগ্য ও সাহসিকতার প্রতীক, তাই নিচের দিকে রয়েছে। তার বদলে সবুজ রংটি উপরের দিকে রয়েছে। এরপরই সমালোচনা শুরু হয়। এ বিষয়ে মন্ত্রীর তরফ থেকে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু গাড়ির চালক নিজের ভুল স্বীকার করেন। এবং সঙ্গে সঙ্গেই পতাকাটি সোজা করে লাগাতে উদ্যত হন। তবে তার আগেই ক্যামেরা-বন্দি হয়ে গিয়েছে উলটো পতাকার ছবি।

Advertisement

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর মর্যাদার প্রতীক হল জাতীয় পতাকা। ১৯৪৭ সালের ২২ জুলাই গণপরিষদের একটি অধিবেশনে এই পতাকার বর্তমান রূপটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকা হিসেবে গৃহীত হয়েছিল। পরবর্তীকালে এটি ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় পতাকার মর্যাদা লাভ করে। ভারতে এই পতাকাটিকে সাধারণত ‘তিরঙ্গা পতাকা’ বা ‘ত্রিবর্ণরঞ্জিত পতাকা’ বলা হয়। সর্বত্র এই পতাকা ব্যবহারের অনুমতি নেই। কয়েকটি বিশেষ ক্ষেত্রে রয়েছে। সেই বিশেষ ক্ষেত্রেও এমন গাফিলতি কেমন করে হল? এই প্রশ্নই তুলেছেন অনেকে।

[বামেদের আইন অমান্য কর্মসূচিতে ধুন্ধুমার, গ্রেপ্তার কয়েক হাজার কর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ