Advertisement
Advertisement

Breaking News

Daspur school student drowned in pond while taking bath

স্কুল লাগোয়া পুকুরে ডুবে মৃত্যু ছাত্রের, শিক্ষকদের আটকে রেখে মারধর নিহতের পরিবারের

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

Daspur school student drowned in pond while taking bath । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 14, 2023 9:59 am
  • Updated:September 14, 2023 9:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে ফুটবল খেলার পর পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি। জলে ডুবে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রের। দুঃসংবাদ পাওয়ার পরই উত্তেজিত হয়ে পড়েন পড়ুয়ার পরিবারের লোকজন। স্কুলের ভিতর শিক্ষকদের আটকে রেখে মারধর করা হয় বলেও অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

নিহত সৌভিক বেরা, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খাঞ্জাপুর ইউনিয়ন হাইস্কুলের পড়ুয়া। বুধবার স্কুল ছুটির পর ফুটবল ম্যাচের চলছিল। তাতেই অংশ নেয় সৌভিক। খেলাধূলার পর পুকুরে স্নান করতে নামে। সেই সময় পুকুরে তলিয়ে যায়। এদিকে, সন্ধে গড়িয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তা করতে থাকেন বাবা-মা।

Advertisement

[আরও পড়ুন: ‘১৩ মাস আগে গ্রেপ্তার করেছেন কিন্তু…’, ইডি দপ্তর থেকে বেরিয়ে অভিষেকের মুখে পার্থর নাম]

শুরু হয় খোঁজাখুঁজি। স্কুলে পৌঁছন সকলে। তবে তাঁরা দেখেন স্কুল তালাবন্ধ। আশ্চর্যজনকভাবে স্কুলের গেটে সৌভিকের ব্যাগ দেখতে পাওয়া যায়। তাতেই সকলে অনুমান করেন, স্কুলের আশেপাশেই রয়েছে সৌভিক। খুঁজতে খুঁজতে স্কুল লাগোয়া পুকুরের কাছে যান প্রত্যেকে। সেখান থেকেই সৌভিকের দেহ উদ্ধার করা হয়।

Advertisement

এরপরই উত্তেজিত হয়ে পড়েন সৌভিক পরিজন-প্রতিবেশীরা। উত্তেজিত জনতা শিক্ষকদের উপর চড়াও হয়। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার বিশাল পুলিশবাহিনী। ক্ষুব্ধ জনতাকে সঠিক তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

[আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড ভিয়েতনামের বহুতলে, মৃত ৫৬, জখম ৩৭]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ