Advertisement
Advertisement

ভিড়ে ঠাসা দিঘার সৈকতে ডলফিনের দেহ, সেলফি তোলার হিড়িক পর্যটকদের

মন্দারমণিতেও এর আগে ভেসে আসে ডলফিন৷

Dead dolphin found on Digha beach
Published by: Sayani Sen
  • Posted:September 7, 2018 2:33 pm
  • Updated:September 7, 2018 2:33 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: মন্দারমণির পর এবার নিউ দিঘা৷ সমুদ্র সৈকতে উদ্ধার হল ডলফিনের দেহ৷ শুক্রবার সকালে ভিড়ে ঠাসা দিঘায় ডলফিনের দেহ দেখতে পেয়ে পর্যটকদের মধ্যে শোরগোল পড়ে যায়৷ শুরু হয়ে যায় সেলফি তোলার হিড়িক৷ কীভাবে দিঘায় ডলফিনের দেহ ভেসে এল, তা নিয়ে প্রশাসনিক মহলে চলছে আলোচনা৷

Advertisement

[কর্মীর মারে মৃত সদ্যোজাত, উত্তেজনা হাসপাতালে]

সারা বছরই সাধারণত পর্যটকের ভিড়ে ঠাসা থাকে দিঘা৷ তার উপর উইকএন্ড হলে তো আর কথাই নেই৷ অল্প কিছুদিনের ছুটি পেলেই ভ্রমণপিপাসুদের গন্তব্য দিঘা৷ শুক্রবারও তাই প্রচুর মানুষের ভিড়ে ঠাসা রয়েছে সমুদ্র সৈকত৷ এদিন সকালেও সূর্যোদয় দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন নিউ দিঘার যাত্রানালা ঘাটে৷ সূর্যোদয় তো দুরস্ত, তার পরিবর্তে এদিন পর্যটকদের নজর কাড়ল একটি ডলফিন৷ শুক্রবার সকালে ভিড়ে ঠাসা নিউ দিঘার যাত্রানালা ঘাটে একটি ডলফিনের দেহ দেখতে পান পর্যটকরা৷ প্রথমে এক পর্যটক দেখেন, বোল্ডারের উপরেই পড়ে রয়েছে ডলফিনের দেহটি৷ মুহূর্তের মধ্যেই লোকমুখে ছড়িয়ে পড়ে ডলফিনের দেহের কথা৷ একে একে ঘটনাস্থলে জড়ো হয়ে যান অগণিত পর্যটক৷ আট থেকে আশি নানা বয়সের পর্যটক কিছুক্ষণের মধ্যেই ওই মৃত ডলফিনটিকে ঘিরে ফেলেন৷ হাতে স্মার্টফোন থাকা জেনওয়াই কোনও ঘটনাকেই মুঠোফোন বন্দি করতে ভোলেন না৷ ডলফিনের মৃতদেহও বাদ গেল না৷ শুরু হয়ে যায় সেলফি তোলার হিড়িক৷ পাশে বা পিছন দিকে ডলফিনকে রেখে শুরু হয়ে যায় সেলফি তোলার পালা৷  

Advertisement

[হেরিটেজ আর্ট গ্যালারি হবে ডুরান্ড হল, পর্যটন কেন্দ্রের ভাবনা রেলের]

ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় উদ্ধারকারী দল৷ ডলফিনের দেহ উদ্ধার করেন তদন্তকারীরা৷ সাধারণত গভীর সমুদ্রে থাকে ডলফিন৷ এর আগেও মন্দারমণির সমুদ্র সৈকতে ডলফিন দেখতে পাওয়া যায়৷ সেই সময়েও ডলফিনের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়৷ মন্দারমণির পর এবার দিঘা৷ বারবার গভীর সমুদ্রে থাকা ডলফিন কীভাবে সমুদ্রের পাড়ে চলে এল, তা নিয়েই উদ্বিগ্ন প্রশাসনিক আধিকারিকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ