প্রতীকী ছবি।
সঞ্জিত ঘোষ, নদিয়া: মোটরবাইক চালিয়ে রেললাইন পেরনোর সময় করুণ পরিণতি। আপ কৃষ্ণনগর লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর কালীবাড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম শঙ্কর রায়।
রেলপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকাল আটটার খানিক পরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শান্তিপুর স্টেশন থেকে সকাল আটটায় প্রতিদিনের মতোই আপ কৃষ্ণনগর লোকাল ছেড়েছিল। গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পেরিয়ে একটি ছোট ফাঁকা জায়গা পড়ে। সেখান দিয়ে বাইক, স্কুটি, সাইকেল নিয়ে লোকজন রেললাইন পারাপার করে্ন। বছর ৪৫ এর শঙ্কর রায় ওই ফাঁকা জায়গা দিয়েই মোটরবাইক চালিয়ে রেললাইন পেরোতে যাচ্ছিলেন। ট্রেন চলে এসেছে, তিনি আন্দাজ করতে পারেননি। বাইকটি ট্রেনের তলায় আটকে যায়। ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। সেই অবস্থাতেই ট্রেন কিছুটা দূর এগিয়ে গিয়ে থামে। ট্রেনের নীচে বাইক ও মৃতদেহের খণ্ডাংশও আটকে থাকে। রেল লাইনের ধারেই শরীরের অন্যান্য দেহাংশ ছড়িয়েছিটিয়ে যায়।
গোটা ঘটনায় ট্রেনের যাত্রীরা ও সাধারণ মানুষজন ভয় পেয়ে যান। বীভৎস ঘটনায় অনেকেই চোখ বন্ধ করে নেন। ট্রেনটি বেশ কিছু সময় দাঁড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এবং রেলপুলিশ। মৃতদেহ উদ্ধার করা হয়। বাইকটিকেও ট্রেনের নীচ থেকে বার করেন তারা।
জানা গিয়েছে, শঙ্কর রায় নামে ওই ব্যক্তি স্থানীয় গোবিন্দপুর বিবেকানন্দ নগরের বাসিন্দা। ব্যবসা সূত্রে আজ সকালে সুতো নেওয়ার জন্য মহাজনের বাড়ি গিয়েছিলেন তিনি। স্থানীয়দের দাবি, গোটা গোবিন্দপুর জুড়ে রেললাইনে কোনও গার্ডওয়াল নেই। এর আগেও দুর্ঘটনা ঘটেছে। অবিলম্বে রেল কর্তৃপক্ষ ওই জায়গাগুলিকে গার্ডওয়াল দিয়ে ঘিরে দিক। এই দাবি ফের উঠল। ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃতের পরিবারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.