Advertisement
Advertisement

Breaking News

Devastating storm in Cooch Behar's Tufangunj

কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড তুফানগঞ্জ, নববর্ষে ঘরবাড়ি হারালেন শতাধিক গ্রামবাসী

এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ।

Devastating storm in Cooch Behar's Tufangunj । Sangbad Pratidin

ছবি: দেবাশিস বিশ্বাস

Published by: Sayani Sen
  • Posted:April 15, 2022 10:42 am
  • Updated:April 15, 2022 4:53 pm

বিক্রম রায়, কোচবিহার: কয়েক মিনিটের ঝড়ে (Storm) সব শেষ। লণ্ডভণ্ড কোচবিহারের তুফানগঞ্জের ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রমপাড়া। ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি। নববর্ষে ঘরবাড়ি হারালেন বহু গ্রামবাসী। ভাঙল বহু গাছপালা। তার ফলে এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ।

Cooch Behar Storm

Advertisement

বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন রাত ৯টা। কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর এক নম্বর গ্রামপঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রম পাড়ায় শুরু হয় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে থাকে। প্রায় ১০ মিনিট একই আবহাওয়া জারি থাকে। আর তার জেরে প্রায় লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। একের পর এক বাড়ির টিনের চাল উড়ে যায়। আবার কোনও কোনও বাড়ি একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায়। এভাবে কমপক্ষে একশোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: আলিয়াকে বিয়ের শুভেচ্ছা দীপিকা ও ক্যাটরিনার, জানেন কী লিখলেন রণবীরের প্রাক্তন প্রেমিকারা?]

একাধিক গাছ রাস্তার উপর উপড়ে গিয়েছে। আপাতত আলিপুরদুয়ারের বারোবিশা-কোচবিহারের রামপুর রাজ্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বন্ধ যানচলাচল। ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর থেকেই তৎপর প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু উদ্ধারকাজ। ঘটনাস্থলে যান দমকল কর্মীরা। ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছেন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও প্রসেনজিৎ কুণ্ডু-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

এদিকে,  তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গ। বর্ষশেষের দিন বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতায় বিকেলের দিকে আকাশ মেঘলা করলেও বৃষ্টি হয়নি। সেখানে দিনভর গরমে পুড়তে হয়েছে শহরবাসীকে। বাংলা নববর্ষের দিন উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পাশাপাশি শনি ও রবিবার কলকাতা-সহ দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং উত্তরবঙ্গ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যার জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তিনদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু উপকূল থেকে বাতাসে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে সে কারণেই এই বৃষ্টির পূর্বাভাস।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: যুদ্ধের মধ্যেই ‘অস্বাভাবিক কারণে’ হৃদরোগে আক্রান্ত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী! বাড়ছে গুঞ্জন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ