Advertisement
Advertisement

Breaking News

রাজনীতির গেরোয় চাষ বন্ধ দেবের জ্যাঠার!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি শাসকদলের সাংসদ৷ অথচ বিরোধীদলকে সমর্থনের জেরে তাঁর জ্যাঠার চাষের কাজই নাকি বন্ধ৷ টলি-স্টার তথা তৃণমূল সাংসদ দেবের জ্যাঠা শক্তিপদ অধিকারীর এ খবরে ছড়িয়েছে চাঞ্চল্য৷ Advertisement নিজের প্রায় ৬ বিঘা জমিতে চাষ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন শক্তিপদবাবুর৷ বর্ষার মরশুমে চাষ করতে না পারায় তাঁর যে যারপরনাই ক্ষতি এ কথাই জানিয়েছেন […]

Dev's uncle restrained for farming
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2016 1:18 pm
  • Updated:July 27, 2016 1:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি শাসকদলের সাংসদ৷ অথচ বিরোধীদলকে সমর্থনের জেরে তাঁর জ্যাঠার চাষের কাজই নাকি বন্ধ৷ টলি-স্টার তথা তৃণমূল সাংসদ দেবের জ্যাঠা শক্তিপদ অধিকারীর এ খবরে ছড়িয়েছে চাঞ্চল্য৷

নিজের প্রায় ৬ বিঘা জমিতে চাষ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন শক্তিপদবাবুর৷ বর্ষার মরশুমে চাষ করতে না পারায় তাঁর যে যারপরনাই ক্ষতি এ কথাই জানিয়েছেন তিনি৷ দেব তৃণমূলের সাংসদ হলেও, শক্তিপদবাবু বরাবরই বাম সমর্থক৷ তাঁর রাজনৈতিক সমর্থনের জেরেই যে এই পরিণতি এমনটাই মনে করছেন তিনি৷ কেন এরকম মনে হল তাঁর? চাষের জন্য যে শ্রমিকদের তিনি কাজে নিয়োগ করেছিলেন, তাঁরা কেউ তাঁর জমিতে চাষ করতে নারাজ বলে জানিয়েছেন তিনি৷ খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, শাসকদলের কোনও কোনও নেতার পরামর্শেই নাকি শ্রমিকরা তাঁর জমিতে কাজ করতে চাইছেন না৷ যে জমিতে চাষ না করতে পারা নিয়ে শক্তিবাবুর অভিযোগ, যে জমির মালিকানা আছে দেবের বাবা গুরুপদ অধিকারীর নামেও৷ অর্থাৎ উত্তরাধিকার সূত্রে এ জমি পাওয়ার কথা টলিস্টারেরও৷ বিষয়টি নিয়ে দেবের বাবার সঙ্গেও তিনি কথা বলেছেন বলেও জানান৷

Advertisement

শক্তিপদবাবুর এ ধরনের অভিযোগে রীতিমতো অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ কেশপুরের ব্লক সভাপতি সঞ্জয় পান জানাচ্ছেন, “কোনও তৃণমূল নেতাই এরকম কোনও নির্দেশ দেননি৷ যদি চাষ করতে উনি কোনও বাধার সম্মুখীন হন তাহলে আমাকে জানাতে পারেন, বা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারেন৷”

Advertisement

কোনও তৃণমূল নেতা যে তাঁকে চাষ বন্ধ করতে বলেননি তা স্বীকার করছেন শক্তিপদবাবুও৷ কিন্তু তাঁর আক্ষেপ অভিযোগ কাকে জানাবেন? চাষের সময় শ্রমিকদের তাঁর জমিতে কাজ করতে মানা করা হয়েছে বলেই অভিযোগ তাঁর৷ এক্ষেত্রে কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা সম্ভব নয়৷

কেশপুরের বিধায়ক জানাচ্ছেন, এরকম কোনও অভিযোগ পেলে সমস্যার আশু সমাধান করা হবে৷ সাংসদ-অভিনেতা দেব অবশ্য জানাচ্ছেন, পারিবারিক হলেও পুরো বিষয় সম্পর্কে তিনি এখনও ওযাকিবহাল নন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ