Advertisement
Advertisement

Breaking News

Diamond Harbour

ডায়মন্ড হারবার রোডে হবে প্লাস্টিক দিয়ে রাস্তা মেরামত

সপ্তমীর আগে পর্যন্ত ছুটির দিনেও চলবে কাজ।

Diamond Harbour road to get makeover। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 7, 2023 11:19 am
  • Updated:October 7, 2023 11:40 am

অভিরূপ দাস: ছুটি বন্ধ। রাস্তা সারাইকে পাখীর চোখ করে দুবেলা চালাতে হবে হট মিক্স প্ল‌্যান্ট। সপ্তমীর আগে পর্যন্ত ছুটির দিনেও চলবে কাজ। ঘূর্ণাবর্তের কালো মেঘ সরে রোদ উঠতেই শুক্রবার এই ঘোষণা করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। 

জানা গিয়েছে, গোড়াগাছা এবং পামার বাজারের হট মিক্স প্ল‌্যান্টে বালি, স্টোনচিপ এবং বিটুমিন মিশিয়ে হটমিক্স তৈরি করে শহরের প্রতিটা রাস্তা মেরামত করা হবে পুজোর আগেই। বেশ কয়েকদিন আগেই শহরের চল্লিশটি রাস্তার তালিকা কলকাতা পুরসভাকে দিয়েছিল লালবাজার। যার মধ্যে রয়েছে, ডায়মন্ড হারবার রোড, এজেসি বোস রোড, লেক গার্ডেন্স, ক‌্যামাক স্ট্রিট, তিলজলা রোড, লালবাজারের সামনের রাস্তা, মুক্তারাম বাবু স্ট্রিট, ঠনঠনিয়া কালিবাড়ির সামনের বিধান সরণী।

Advertisement

এইসব রাস্তাগুলো হয় এবড়ো খেবড়ো নয় ভাঙাচোড়া কিংবা কোথাও রয়েছে গর্ত। কিন্তু পুরসভা রাস্তা সারাবে কী করে?  সড়ক বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, নিম্নচাপের জেরে শহরে যেভাবে টানা বৃষ্টি হচ্ছিল তাতে রাস্তা সারানো অসম্ভব ছিল। হটমিক্স দিলেও বৃষ্টিতে তা ধুয়ে যেত। 

Advertisement

[আরও পড়ুন: বিদায় বৃষ্টি, সপ্তাহান্তে জমিয়ে পুজোর শপিং, সুখবর শোনাল হাওয়া অফিস]

গত সপ্তাহে ঝাড়খণ্ড যাওয়ার পথে ফের ইউ টার্ন নিয়ে নিম্নচাপ চলে আসে বাংলায়। যার জেরে বিগত দশদিন ধরে টানা বৃষ্টি চলছিল কলকাতায়। যার ফলে ইচ্ছে থাকলেও রাস্তা মেরামত করতে পারছিল না পুরসভা। তবে শুক্রবার মেঘ সরে সূর্যের মুখ দেখার পরেই দ্রুত রাস্তা মেরামতের নির্দেশ দিয়েছেন মেয়র। ফিরহাদ হাকিম জানিয়েছেন, দুবেলা হট মিক্স প্ল‌্যান্টে বিটুমিন, পাথর গরম করে রাস্তা মেরামতের কাজ চলবে। প্রতিদিন সকালে মেয়রকে হোয়াটস অ‌্যাপে রাস্তার হালের ছবি পাঠাতে হবে। ফিরহাদের কথায়, “আগে কী ছিল। আর এখন কী হয়েছে। ছবি তুলে তা আমায় পাঠাবেন আধিকারিকরা।” পুরসভা সূত্রে খবর, কিছু রাস্তা পরীক্ষামূলক ভাবে প্লাস্টিক দিয়ে তৈরি করা হবে। যেমনটা হয়েছে বেহালার বক্সি বাগানে। এক বছর আগে সেখানকার রাস্তা তৈরির মিশ্রণে প্লাস্টিক কুচি দেওয়া হয়েছিল। দেখা গিয়েছে রাস্তা এখনও ঝকঝকে।

[আরও পড়ুন: ক্রেতা সেজে অভিযান, বিরল মেঘ চিতার চামড়া-সহ বনদপ্তরের জালে ২]

তবে কীভাবে তৈরি হবে ডায়মন্ড হারবার রোড?  রাস্তা তৈরি করতে গেলে সবার আগে একটা হটমিক্স তৈরি করতে হয়। যার মধ্যে বালি, স্টোনচিপ ছাড়াও থাকে বিটুমিন। কলকাতা পুরসভার সড়ক বিভাগ সূত্রে খবর, এই বিটুমিনের পরিমাণ সামান‌্য কমিয়ে তার মধ্যে প্লাস্টিক মিশিয়ে দেওয়া হবে। নির্মাণ প্রণালী অনুযায়ী ১ টন হটমিক্সে ৫৫ কেজি বিটুমিন লাগে। পরীক্ষা নিরীক্ষায় দেখা গিয়েছে, যতটা বিটুমিন লাগে তার ৮ শতাংশ প্লাস্টিক হটমিক্সে মিশিয়ে দিলেই দীর্ঘস্থায়ী, মজবুত রাস্তা মিলবে। এর আগে বেহালার বক্সিবাগান এলাকায় ১ টন হটমিক্সে ৫০ কেজি বিটুমিন দেওয়া হয়েছিল। বাকিটার জন‌্য দেওয়া হয়েছিল সাড়ে ৪ কেজি প্লাস্টিক। দেখা গিয়েছিল তাতে এমন মজবুত রাস্তা হয়েছে যা এই টানা বৃষ্টিতেও এতটুকু নষ্ট হয়নি। এবার সে প্রক্রিয়াতেই ডায়মন্ড হারবার রোড সারাবে পুরসভা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ