Advertisement
Advertisement

Breaking News

এবার দিঘা স্টেশনেই শপিং মল

এই স্টেশনগুলিতে জায়গা যেমন দেশের ব্যবসায়ী ও প্রতিষ্ঠান নিতে পারবে, তেমনি বিদেশি সংস্থাও চাইলে এই জায়গা নিয়ে হোটেল, মল ইত্যাদি করতে পারবে৷

Digha, Kharagpur, Shalimar Stations To Get Hotel and Shopping Malls
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2016 10:08 am
  • Updated:May 21, 2016 11:25 am

স্টাফ রিপোর্টার: শালিমার, খড়গপুর, দিঘা স্টেশনে হোটেল ও মল খোলার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানাল দক্ষিণ-পূর্ব রেল৷ শুক্রবার কলকাতা চেম্বার অব কমার্সের ডাকা এক অনুষ্ঠানে ওই রেলের জেনারেল ম্যানেজার ও কে গোয়েল জানান, আগ্রহী সংস্থাকে স্টেশনগুলিতে জায়গা দেবে রেল৷ ৪৫ বছরের চুক্তিতে রেলের ওই জায়গাতে হোটেল থেকে মল ও ওই সংক্রান্ত যাবতীয় কিছু নির্মাণ করতে পারবে৷ রেলের নেওয়া পিপিপি প্রকল্পের আওতায় এই স্টেশনগুলিতে জায়গা যেমন দেশের ব্যবসায়ী ও প্রতিষ্ঠান নিতে পারবে, তেমনি বিদেশি সংস্থাও চাইলে এই জায়গা নিয়ে হোটেল, মল ইত্যাদি করতে পারবে৷
জিএম বলেন, জনস্বার্থমূলক কাজে ব্যবহৃত এই ব্যবসার জন্য চুক্তি অনুযায়ী অর্থ নেবে রেল৷ আয় বাড়াতে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রেলের পড়ে থাকা জায়গা ব্যক্তি মালিকানার হাতে দিয়ে তা কাজে লাগিয়ে অর্থ উপার্জনের কৌশলী পদক্ষেপ নিয়েছিলেন৷ সেই পরিকল্পনা অনুযায়ী দেশজুড়ে পিপিপি মডেলে বহু প্রকল্প হচ্ছে৷ ভারতীয় রেল এবার ৪০০টি স্টেশনে উন্নয়নের কাজ শুরুর পরিকল্পনা নিয়েছে৷
স্টেশনগুলির সৌন্দর্যায়নের কাজ পিপিপি মডেলে ব্যক্তি মালিকানা সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রেলবোর্ড৷ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে পড়ে থাকা জায়গাও ওই সংস্থা কাজে লাগাতে পারে৷ দক্ষিণ-পূর্ব রেলের নির্ধারিত তিনটি স্টেশনই গুরুত্বপূর্ণ৷ কলকাতার কাছে৷ পর্যটন ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ৷ ফলে তা ব্যবসায়িক দিক দিয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেছে কলকাতা চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা৷ অনুষ্ঠানে ছিলেন ওই রেলের সিওএম এস কে দাস, অপারেশন বিভাগের সৌমিত্র মজুমদার, চেম্বার অব কমার্সের রাজেন্দ্র খান্ডেলওয়াল, ওমপ্রকাশ আগরওয়াল প্রমুখ৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ