Advertisement
Advertisement

দিঘায় তিমির কঙ্কাল উদ্ধার

তিমি মাছের কঙ্কাল সাজিয়ে রাখা হবে৷

digha save the whale skeleton
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2016 3:14 pm
  • Updated:June 16, 2016 3:14 pm

নিজস্ব সংবাদদাতা: তিমি মাছের কঙ্কাল বালির কবর থেকে উদ্ধারের কাজ শুরু হল বৃহস্পতিবার৷ এই তিমি মাছের কঙ্কালটিকে রাখা হবে দিঘার মেরিন অ্যাকোয়ারিয়ামে৷ ভারতে প্রথম বিলুপ্তপ্রায় বিশালাকার তিমি মাছের কঙ্কাল প্রত্যক্ষ করতে পারবেন দিঘার পর্যটকরা৷ ২০১২ সালের ১০ ডিসেম্বর মৎস্যজীবীদের জালে লেগে সমুদ্র সৈকতে উঠে আসে প্রায় ১৮ টন ওজন বিশিষ্ট প্রায় ৪৫ ফুট লম্বা এবং চওড়া প্রায় ১৪ ফুটের বিরল প্রজাতির তিমি মাছ৷ তাকে পর্যটকদের দর্শনের জন্য কঙ্কাল করে অ্যাকোয়ারিয়ামে রাখার সিদ্ধান্ত নেন প্রশাসনিক কর্তারা৷

প্রশাসনিক সিদ্ধান্ত মেনে মাছটিকে দিঘা মোহানার কাছে সমুদ্র সৈকতেই প্রায় ১৫ ফুট বালির নিচে সমাধিস্থ করা হয় দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সহযোগিতায়৷ সেই তিমি মাছের কঙ্কাল উদ্ধারের জন্য বৃহস্পতিবার ভোর থেকে দিঘা মোহনার কাছে সমুদ্র সৈকতে বালি খননের কাজ শুরু করেছে অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষ৷ তবে সকাল থেকে তিমি মাছের কঙ্কালের কিছু অংশ উদ্ধার হলেও কাজ সম্পূর্ণ করতে দু’দিন সময় লাগবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা৷ এতদিন দিঘার মেরিন অ্যাকোয়ারিয়ামে বিলুপ্তপ্রায় মাছের দর্শন করতেন পর্যটকরা৷ এবার তিমি মাছের কঙ্কাল সাজিয়ে রাখা হবে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ