Advertisement
Advertisement

প্রতিবন্ধী ছাত্রকে শিক্ষকের মারধর, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ

ভয়ে স্কুলে যেতে চাইছে না ওই ছাত্র৷

Divyang student trashed by teacher in Kolkata school
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2018 3:33 pm
  • Updated:July 19, 2018 3:34 pm

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: স্কুলের মধ্যে পঞ্চম শ্রেণির এক প্রতিবন্ধী ছাত্রকে মারধরের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে, গড়িয়ার ফরতাবাদের মহামায়াপুর আদর্শ বিদ্যাপীঠে৷ নির্যাতিতা ছাত্রটির নাম শুভজিৎ দাস৷ ছাত্রটি অভিভাবকরা জানিয়েছেন, মারের ভয়ে ছাত্রটি এতটাই সন্ত্রস্ত যে, স্কুলমুখো হতে চাইছে না৷ বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই তাঁদের অভিযোগ৷

[কলকাতার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বাড়াতে ননস্টপ বাস, উদ্বোধনে মুখ্যমন্ত্রী]

Advertisement

ছাত্রটির পরিবার সূত্রে জানা গিয়েছে, সে জন্ম থেকেই মূক ও বধির৷ বুধবার স্কুলে গেলে তাকে প্রচণ্ড মারধর করেন ভবেশ স্যার নামে ওই স্কুলেরই এক শিক্ষক৷ খারাপ শরীর নিয়েই বাড়ি ফেরে সে৷ কিন্তু প্রথমে বাড়ির লোককে কিছুই বলতে চায় না৷ পরে তার গায়ে মারধরের চিহ্ন দেখে অভিভাবকদের সন্দেহ হয় এবং তাকে চেপে ধরে৷ তখন সব কথা বাড়ির লোকদের জানায় পঞ্চম শ্রেণির ছাত্রটি৷

Advertisement

[২১ জুলাই মেট্রো ধরবেন? এই পদক্ষেপগুলির কথা জানেন তো?]

নির্যাতিতর পরিবারের অভিযোগ, স্কুলের অনেক শিক্ষক-শিক্ষিকা চান না শুভজিৎ ওই স্কুলে পড়ুক৷ কারণ এর আগেও ওই স্কুলেরই শিক্ষিকা, অনুরঞ্জনা ঘোষ একই ভাবে শুভজিতের উপরে অত্যাচার চালায়৷ তখনও স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানান হয়৷ কিন্তু কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি৷ এবারেও একই ভাবে বিষয়টি নিয়ে উদাসীন রয়েছে স্কুল৷ ফলে তাঁদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখনও দিশাহীন রয়েছে তার বাবা-মা৷ তাঁদের পালটা দাবি, নির্যাতিত ছাত্রটি কানে শুনতে বা কথা বলতে না পারলেও, তার আঁকার হাত খুব ভাল৷ ভাল নাচতেও পারে সে৷ আঁকা ও নাচের প্রতিযোগিতায় রাজ্য ও জেলা স্তরে একাধিক পুরষ্কারও পেয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ