ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: হাতে দেশি মদের বোতল৷ নেশায় টালমাটাল অবস্থা৷ রঙিন আমেজে বুঁদ হয়ে রথের মেলায় ঘুরছেন এক পুলিশকর্মী৷ শুধু ঘুরছেনই না, সঙ্গে মহিলাদের গায়েও হাত দিচ্ছেন অবাঞ্চিতভাবে৷ পাশাপাশি উর্দির ‘পাওয়ার’ প্রদর্শন করে মারধরও করেন কয়েকজনকে৷ বারাসতের হেলা বটতলার রথের মেলায় ঘটল এমনই লজ্জাজনক ঘটনা৷ আর সোশ্যাল মিডিয়ার দৌলতে ঘটনার ভিডিও ভাইরাল৷
[বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি বিতর্কে আর্জেন্টাইন রেফারি নেস্টর পিতানা]
বারাসতের হেলা বটতলায় চলছে রথের মেলা৷ এসেছেন প্রচুর মানুষ৷ রাতের দিকে মেলায় আসেন এক পুলিশকর্মী৷ অভিযোগ, হাতে মদের বোতল নিয়ে ঘুরে বেড়াতে শুরু করেন তিনি৷ তাঁর উর্দিতে থাকা নেমপ্লেটে নাম লেখা সঞ্জীবকুমার মিত্র৷ জিজ্ঞাসাবাদ করলে নিজেকে বারাসত থানার এসআই বলে দাবি করেন তিনি৷ তারপর নিজ মূর্তি ধরেন মদ্যপ পুলিশকর্মী। একাধিক মহিলার বুকেও হাত দেন তিনি৷ প্রতিবাদ করলে মারধরও করেন কয়েকজনকে৷ কোমর থেকে মদের বোতল বের করে সদম্ভে ঘোষণা করেন ‘বাংলা খাচ্ছি’৷ তারপর পরিস্থিতি বেগতিক দেখে পিঠটান দেন তিনি৷
একজন পুলিশকর্মীর এহেন জঘন্য আচরণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা৷ অভিযুক্তর বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা৷ যাঁদের হাতে জনসাধারণের নিরাপত্তার গুরুভার রয়েছে, তাঁরাই যদি এমন আচরণ করে তাহলে পুলিশের কি আদৌ উপর ভরসা করা যাবে? উঠছে এমন প্রশ্নও৷ ইতিমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়৷ উঠেছে সমালোচনার ঝড়৷
দেখুন ভিডিও: