Advertisement
Advertisement

Breaking News

Birbhum

ভিন রাজ্যের জ্বালানি কম দামে বিকোচ্ছে বীরভূমে! জেলাজুড়ে নকল পেট্রল পাম্পের রমরমা

জালিয়াতি ধরতে প্রশাসনের দ্বারস্থ ব্যবসায়ীরা।

Duplicate Petrol Pumps in Birbhum, report claims
Published by: Paramita Paul
  • Posted:December 7, 2024 9:01 pm
  • Updated:December 7, 2024 9:01 pm  

নন্দন দত্ত, সিউড়ি: নকল পেট্রল পাম্পে ভরে গিয়েছে বীরভূম! বিনা লাইসেন্সে জেলাজুড়ে প্রায় ৪০টি পাম্প চলছে বলে অভিযোগ পশ্চিমবঙ্গ পেট্রল ডিলার অ্যাসোসিয়েশনের। মিনি পাম্পের আড়ালে সস্তা দরে কম পেট্রল গ্রাহকদের দেওয়া হচ্ছে বলে তাদের দাবি। প্রতিবাদে শনিবার সিউড়িতে সংগঠনের পক্ষ থেকে বৈঠক করে রাজ্যের মুখ্যসচিবকে নকল পেট্রল পাম্পের তালিকা দিয়ে অভিযোগ জানান হয়।

সংগঠনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন জানান, “আমরা জেলা প্রশাসন থেকে পুলিশ সুপার, সকলের সঙ্গে দেখা করে তালিকা তুলে দিয়েছি। কিছু কাজ হচ্ছে। তার পরেও অবৈধ পাম্প বন্ধ না হলে ১৫ দিনের নোটিসে জেলাজুড়ে পেট্রল পাম্প ধর্মঘটে যাব আমরা।” পাশাপাশি জেলার ২০০ বৈধ লাইসেন্স প্রাপ্ত পাম্পে পুলিশের অনুমতি ছাড়া গাড়ির বাইরে বোতলে বা জ্যারিকেনে পেট্রেল দেওয়া হবে না বলে অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে। পাশের ঝাড়খণ্ড, ওড়িশা ও বিহার থেকে ছোট ট্যাঙ্কারে করে জেলার গ্রামীণ এলাকায় পেট্রল ঢুকছে। এ রাজ্যের তুলনায় ওই সমস্ত রাজ্যে পেট্রলের দাম কম। সেখানেই একটি জলের ট্যাঙ্কার করে, পাম্প মেশিন কিনে নিয়ে জেলার বিভিন্ন এলাকায় মিনি পেট্রল পাম্প গড়ে উঠেছে।

Advertisement

উল্লেখ্য পাড়ুই থানার বাতিকারে এমনই একটি অবৈধ পেট্রল পাম্পে গত ২৮ সেপ্টেম্বর রাতে বিস্ফোরণ ঘটে। অবৈধ মিনি পাম্পটির প্রেসার যন্ত্রে বিস্ফোরণটি ঘটে। সেই সূত্র ধরে রাজ্য পেট্রল অ্যাসোশিয়েশন জেলার অবৈধ মিনি পাম্পের একটি তালিকা প্রকাশ করে। তাতে পাড়ুই থানায় চারটি বাতিকার, দেবগ্রাম, হাঁসরা,গোলাপবাগের উল্লেখ আছে। ইলামবাজারের গলিটা, সদাইপুরের গুনসিমা ও যাত্রা গ্রামে। দুবরাজপুর থানা এলাকায় তিনটি জালালপুর, কাপাসতড়িয়া,পন্ডিতপুর। খয়রাশোলের সারিবাগান। অ্যাসোসিয়েশনের দাবি, এই মিনি পাম্পগুলি পাশের রাজ্য থেকে কম দামে পেট্রল কিনছে। কেউ কম কমিশনেও পেট্রল ছেড়ে দিচ্ছে। কিন্তু তাদের পাম্প থেকে পরিমাণে কম তেল পাওয়া যাচ্ছে। এর পিছনে স্থানীয় মাফিয়া ও দুষ্কৃতীদের দৌরাত্ম্য রয়েছে। প্রসেনজিৎ সেন জানান, “বৈধ পাম্প খুলতে জেলায় সাত ধরনের লাইসেন্স নিতে হয়, তাদের অনুমতি নিতে হয়। এরা তার ধার ধারে না। একইসঙ্গে ডিজেলে ১৭ শতাংশ ও পেট্রলে ২৫ শতাংশ যে রাজ্য সরকারি সেস আছে তাও এরা দেয় না। এতে রাজ্যের আর্থিক ক্ষতি হচ্ছে।”

উল্লেখ্য, এই সব পাম্পে মেট্রলজি, ফায়ার, বিস্ফোরক, পরিবেশ সহ কোনও লাইসেন্স নেই। সারা রাজ্যে কেবল বীরভূমেই এই অবৈধ কারবার চলছে বলে তাদের দাবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement