Advertisement
Advertisement

Breaking News

লাঠিচার্জ

পুজোর চাঁদা নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ, কল্যাণী রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ

অবরোধ তুলতে লাঠিচার্জ করে নিমতা থানার পুলিশ।

Durga Puja extortion in Nimta, Cops lathicharge mob
Published by: Sucheta Sengupta
  • Posted:September 30, 2019 11:22 am
  • Updated:September 30, 2019 11:28 am

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: পুজোর মুখে চাঁদা নিয়ে নিজেদের মধ্যে বিবাদের জেরে ধুন্ধমার উত্তর ২৪ পরগনার নিমতায়। চাঁদা নিয়ে ক্লাবের দু’দল সদস্যের মধ্যে ঝামেলার জেরে আধঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে রইল কল্যাণী রোড। পরে পুলিশ গিয়ে মৃদু লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়। স্বাভাবিক হয়ে যায় যান চলাচল।

[আরও পড়ুন: পুজো পেরিয়ে বিদায় নেবে বর্ষা, হাওয়া অফিসের পূর্বাভাসে মনখারাপ আমজনতার]

দুর্গাপুজো বা বিভিন্ন উৎসবে চাঁদার জুলুম লেগেই থাকে। পুলিশ প্রশাসনের কড়া বার্তা সত্ত্বেও কোনও বছর নির্বিঘ্নে চাঁদা সংগ্রহের পর্ব মেটে না। পথচলতি গাড়ি থামিয়েও মোটা অঙ্কের চাঁদা আদায়ের ঘটনা ঘটে থাকে। দিতে অস্বীকার করলে জোরজুলুমের শিকারও হতে হয় অনেক সময়ে। কিন্তু এবার দুর্গাপুজোর ঠিক আগে নিমতায় চাঁদা ঘিরে গন্ডগোলের নেপথ্যে কিন্তু জুলুমবাজির মতো কিছু নেই বলেই প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
নিমতা এলাকার ফতেল্লাপুরে নবোদয় সংঘ নামে একটি ক্লাব দুর্গাপুজোর আয়োজন করেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। জানা গিয়েছে, ঠিক এমনই সময়ে ক্লাবে পুজোর তহবিল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ লেগে যায়। আর তারপরই এক গোষ্ঠীর সদস্যরা কল্যাণী রোডে শুয়ে পড়ে অবরোধ শুরু করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কয়েকজন। যার জেরে কল্যাণী রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৯টা থেকে শুরু হয় অবরোধ। সপ্তাহের প্রথম দিন এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হওয়ায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।

Advertisement

[আরও পড়ুন: রেল লাইনে লরি উলটে বিপত্তি, ব্যাহত শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল]

পরিস্থিতির খবর পৌঁছায় নিমতা থানার পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে কথা বলে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে। অবরোধ তুলে দিতে তৎপর হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে বিক্ষোভ হঠিয়ে দেয়। সাড়ে ৯টা থেকে ফের যানচলাচল শুরু হয়ে যায়। এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মুক্তির দাবিতে আবার থানার সামনেও কিছুক্ষণ বিক্ষোভ চলে। তবে উৎসবের একেবারে মুখে এধরনের ঘটনায় নবোদয় সংঘের পুজোর জনপ্রিয়তায় ভাঁটা পড়বে বলেই আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ