Advertisement
Advertisement

লক্ষ্মীপুজোর আগে ফের দুর্গার আরাধনা দুর্গাপুরে, জানেন কেন?

নিয়ম মেনে সিঁদুরও খেললেন মহিলারা।

Durga Pujo celebrated twice in Durgapur
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 23, 2018 7:07 pm
  • Updated:October 23, 2018 7:07 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুজো: শাস্ত্রমতে দুর্গাপুজো শেষ। রাত পোহালেই লক্ষ্মীপুজো। কিন্তু, তাতে কী! শুক্রবার, চর্তুদশীর দিনে ফের পুজো হল দুর্গাপুরে। সপ্তমী থেকে দশমী, চারদিনের পুজো একদিনেই সেরে ফেললেন শিল্প শহরের বি-জোন জয়দেব অ্যাভিনিউ সার্বজনীন দুর্গাপুজোর উদ্যোক্তারা। বোধন থেকে সন্ধিপুজো বাদ গেল না কিছুই। এমনকী, রীতি মেনে দশমীর পুজোর পর সিঁদুরও খেললেন বিবাহিত মহিলারা!

[শারদীয়া নয়, লক্ষ্মী-নারায়ণ পুজোয় আনন্দে মাতেন এই গ্রামের বাসিন্দারা]

Advertisement

ব্যাপারটা কী? দুর্গাপুরের বি-জোনের জয়দেব অ্যাভিনিউ-র পুজো এবার ৫৫ বছর পড়ল। গত ১৪ অক্টোবর, পঞ্চমীর দিন উদ্বোধন হয়েছিল পুজোর। তারপর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যেমন দুর্গাপুজো হয়, তেমনি পুজো হয়েছে দুর্গাপুজো জয়দেব অ্যাভিনিউতেও। তাল কাটে দশমীর সকালে। শুক্রবার সকালে দুর্গাপুরের বি-জোনের জয়দেব অ্যাভিনিউ সর্বজনীন পুজা প্রাঙ্গণে দেবীকে বরণ করছিলেন বিবাহিত মহিলারা। তখন প্রদীপের শিখা থেকে আগুন লেগে যায় মণ্ডপে। পুড়ে দুর্গা প্রতিমার একাংশও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্গা প্রতিমার ঠিক নিচের রাখা ছিল বরণডালা। ডালায় ছিল একটি জ্বলন্ত প্রদীপ। প্রদীপের শিখা থেকে প্রতিমার শাড়িতে আগুন লেগে যায়। চোখের নিমেষে সরস্বতী মূর্তি পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল আসার আগেই মণ্ডপের আগুন নিভিয়ে ফেলেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

সেই ঘটনার পর ফের নতুন করে প্রতিমার অঙ্গসজ্জা করেছিলেন পুজো উদ্যোক্তারা। দ্বাদশীর দিন বিসর্জন হয়ে গিয়েছিল। তাহলে কেন ফের পুজো হল? দুর্গাপুরের জয়দেব অ্যাভিনিউ-র পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, দশমীর সকালে দেবীবরণের সময়ে দুর্ঘটনা ঘটেছিল। তাই পুজো খুঁত থেকে গিয়েছিল। চারদিনের দুর্গাপুজো একদিনে সেরে ফেলার নিদান দিয়েছিলেন পুরোহিত। সেই মতো মঙ্গলবার পুজো আয়োজন করা হয়েছিল। এদিকে পুজোর শেষ হয়ে যাওয়ার পরেও উপরি পাওনাটুকু ছাড়তে রাজি ছিলেন না স্থানীয় বাসিন্দারাও। লক্ষ্মীপুজোর আগের দিনে শারদীয়া আনন্দে মেতে উঠেছিলেন সকলেই। বুধবার নিয়ম মেনে একই মণ্ডপে লক্ষ্মীপুজো হবে।

ছবি: উদয়ন গুহরায়

[ দশমীর দিন চারেক পর মেয়ে লক্ষ্মীকে নিয়েই কৈলাসে ফেরেন গলসির দুর্গা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ