Advertisement
Advertisement

অঙ্গনওয়াড়ি কেন্দ্র বোঝাই গরুর খাবারে, শিশুদের পাতে পচা সবজি

বিডিওকে নালিশ গলসির বাসিন্দাদের।

East Burdwan: Anganwari center loaded by cow food in Galsi

ছবিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বোঝাই গরুর খাবার, ছবি: মুকুলেসুর রহমান।

Published by: Shammi Ara Huda
  • Posted:September 13, 2018 9:01 am
  • Updated:September 13, 2018 9:01 am

সৌরভ মাজি, বর্ধমান: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চূড়ান্ত অব্যবস্থা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন বাসিন্দারা। অভিযোগ, পূর্ব বর্ধমানের গলসি-২ ব্লকের খেতুডা দক্ষিণপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরুর খাবার বোঝাই করে রাখা থাকে। সেই অস্বাস্থ্যকর পরিবেশেই শিশুদের খাবারের জন্য কেনা কাঁচা শাকসবজিও রাখা থাকে। চার-পাঁচদিনের মজুত শাকসবজি নষ্ট হয়ে যায়। তাই দিয়েই শিশুদের খাবার তৈরি করে খাওয়ানো হয় বলেও অভিযোগ। পাশাপাশি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা নিয়মিত না আসায় তা বন্ধ থাকে বলেও অভিযোগ করেছেন বাসিন্দারা। অভিযোগ পেয়েই প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্প্রতি বিডিওর কাছে লিখিত অভিযোগে গ্রামবাসী শেখ নিশান, খাদিজা শাহ, আসমিরা বেগমরা অভিযোগ করেছেন, ১৭১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও শিশু বিকাশ শিক্ষাকেন্দ্রে গরুকে খাওয়ানোর জন্য কাটা খড়-সহ অন্যান্য খাবার রাখা থাকে। এর জেরে ওই শিশুশিক্ষা কেন্দ্রের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।অভিযোগ, গোটা ঘটনার পিছনে রয়েছেন পাড়ারই এক বাসিন্দা। তাঁকে নিষেধ করা হলেও শুনছেন না। পাশাপাশি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকার বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ তুলেছেন তাঁরা। পাঁচদিন আগে থেকেই শিশুদের রান্নার জন্য সবজি কিনে এনে রেখে দেওয়া হয়। গরমে তাতে পচনও ধরে যায়। সেই পচে যাওয়া সবজিই শিশুদের খাবার তৈরি করে খাওয়ানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

Advertisement

[জাতীয় সড়কে রেষারেষির জেরে দুর্ঘটনা, হাত কাটা গেল চালকের]

বাসিন্দাদের অভিযোগ, সহায়িকা নিয়মিত আসেন না। শিশু ও প্রসূতিদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। যদিও প্রায়ই এখানে এসে খাবার না পেয়ে শিশুদের ফিরতে হয়। পাশাপাশি,  নিয়মিত পঠনপাঠন না হওয়ারও অভিযোগ করেছেন দক্ষিণপাড়ার বাসিন্দারা। বিডিওকে লিখিতভাবে তাঁরা আবেদন করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। বিডিও জানিয়েছেন, ইতিমধ্যেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। এদিকে অনুপস্থিতির কারণে সহায়িকার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Advertisement

[মদের টাকা না পেয়ে মাকে লাথি মেরে খুন গুণধর ছেলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ