অর্ণব আইচ: গ্রেপ্তারির ৫৯ দিনের মাথায় সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল ইডি। ৭৬০০ পাতার সেই চার্জশিটে রয়েছে কালীঘাটের কাকুর ২ টি কোম্পানির নামও। রয়েছে, মানিক ভট্টাচার্যের সঙ্গে কুন্তল ঘোষের সম্পর্কের উল্লেখও।
নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন আগেই উঠে এসেছিল কালীঘাটের কাকু(Kalighater Kaku) তথা সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। তারপর একাধিকবার তাঁকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় তাঁকে। বন্দিদশায় অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভরতি কালীঘাটের কাকু। একাধিকবার জামিনের আরজি করলেও জামিন মেলেনি। এই পরিস্থিতিতে শুক্রবার অর্থাৎ গ্রেপ্তারির ৫৯ দিনের মাথায় চার্জশিট জমা দিল ইডি।
সূত্রের খবর, মোট ৭৬০০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। সেখানে সুজয়কৃষ্ণ ভদ্র ও তার দুটি কোম্পানির নাম রয়েছে। ১২৬ পাতা জুড়ে ব্যাখ্যা করা হয়েছে গোটা দুর্নীতির। রয়েছে প্রায় ২২ জন সাক্ষীর নাম। চার্জশিটে ইডির দাবি, ২০ কোটি টাকা লেনদেন হয়েছে। ধৃত মানিক ভট্টাচার্য ও কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ ছিল বলেও উল্লেখ রয়েছে চার্জশিটে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.