Advertisement
Advertisement

Breaking News

নিয়তির পরিহাস! পুর প্রতিনিধিকে সমস্যার কথা বলতে গিয়েই মৃত্যু বৃদ্ধার

‘দিদিকে বলো’ কর্মসূচিতে ওই বৃদ্ধার বাড়ি গিয়েছিলেন পুর প্রতিনিধি।

Elderly woman dies during 'Didi K Bolo' campaign in Kolkata
Published by: Bishakha Pal
  • Posted:December 4, 2019 9:09 am
  • Updated:December 4, 2019 9:09 am

কৃষ্ণকুমার দাস: নিয়তির পরিহাস! পুর প্রতিনিধিকে সমস্যা জানানোর মাঝে মৃত্যু বৃদ্ধার। হাজরা রোডে, নিজের বাড়িতে বসে স্থানীয় পুর প্রতিনিধি তথা মেয়র পারিষদ দেবাশিস কুমারকে নিজের সমস্যার কথা বলছিলেন তিনি। কথা বলার ফাঁকে তিনি বিছানায় পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। বৃদ্ধার নাম সরস্বতী দেবী। তাঁর বয়স ৮৫ বছর।

কয়েকদিন আগে রাস্তায় দাঁড়িয়েই মেয়র পারিষদকে নিজের পারিবারিক সমস্যার কথা জানাতে চেয়েছিলেন। দেবাশিসবাবু তাঁকে বলেন, তিনি নিজেই পরে বৃদ্ধার বাড়িতে যাবেন। সেইমতো সোমবার রাতে কথা হচ্ছিল। বৃদ্ধার অভিযোগ ছিল, মেয়েরা বাড়ি থেকে তাঁকে তাড়িয়ে দিতে চায়। কাউন্সিলরকে কাছে পেয়ে ওই বৃদ্ধা জানান, তাঁর তিন মেয়ে। প্রত্যেকের বিয়ে হয়ে গিয়েছে। তার মধ্যে এক মেয়ে এবং জামাই তাঁর দেখাশোনা করেন। কিন্তু অন্য মেয়েরা তাঁদের বাড়ি থেকে তাড়াতে চাইছেন। সব শুনে দেবাশিসবাবু বৃদ্ধাকে আশ্বস্ত করে বলেন, তিনি বিষয়টি দেখবেন। মেয়েদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করবেন। এ কথা শোনার পরই সেই বৃদ্ধা হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Advertisement

[ আরও পড়ুন: দাঁতনে তৃণমূলের ‘দাদাগিরি’! মূত্রপান করানোর অভিযোগ বিজেপি কর্মীর মাকে ]

ঘটনায় হতচকিত হয়ে পড়েন মেয়র পারিষদ ও উপস্থিত অন্যরা। তড়িঘড়ি ওই বৃদ্ধাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে বৃদ্ধার মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেছেন দেবাশিস কুমার। তাঁর অন্ত্যেষ্টিরও যাবতীয় ব্যবস্থা করেন পুর প্রতিনিধি।

Advertisement

‘দিদিকে বলো’ কর্মসূচিতে পাড়ায় পাড়ায় যাচ্ছেন কাউন্সিলররা। বৃদ্ধার বাড়ি ৬৩ হাজরা রোডে। ওই এলাকার কাউন্সিলর দেবাশিসবাবু। তিনিও জনসংযোগ কর্মসূচিতে মাঝেমধ্যেই স্থানীয়দের বাড়িতে যান। এলাকার কোনও সমস্যা থাকলে তা মেটানোর চেষ্টা করেন। বৃদ্ধাকে তিনি কথা দিয়েছিলেন তাঁর বাড়িতে যাবেন। কিন্তু সোমবার রাতে তাঁর সামনেই বিছানায় পড়ে যান বৃদ্ধা। স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। এদিন মেয়র পারিষদ বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দেন। আশ্বাস পাওয়ার পরে বৃদ্ধা হঠাৎ পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান আগেই মারা গিয়েছেন তিনি।

[ আরও পড়ুন: সুস্থ শিশুদের শিক্ষার আলো দেখাচ্ছেন ‘প্রতিবন্ধী’ জলি ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ