Advertisement
Advertisement

শিক্ষকের অশ্লীল ভিডিও ফেসবুকে, স্কুলে পড়ুয়াদের বিক্ষোভ

অভিযোগ অনুযায়ী শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে৷

Erotic video of school teacher goes viral, causes protest
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2016 3:11 pm
  • Updated:September 28, 2016 3:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সহশিক্ষকের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য৷ অশ্লীল সেই ভিডিও এখন স্কুলের পড়ুয়াদের হাতে হাতে৷ ওই শিক্ষককে স্কুলে রাখা নিয়ে আপত্তি তুলে মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা৷ দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপুর হাই স্কুলের এই ঘটনায় বন্ধ হয়ে যায় পঠন-পাঠন৷

ঘটনার দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ আন্দোলন চালায় স্কুলের পড়ুয়ারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাধার মুখে পড়ে৷ স্কুলে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তপনের বিডিও সিদ্ধার্থ সুব্বা, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা-সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা৷ সকলকেই বিক্ষোভের মুখে পড়তে হয় এদিন৷ জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম সুবীর গোস্বামী৷ তিনি ভূগোলের শিক্ষক৷

Advertisement

স্কুলের পড়ুয়াদের অভিযোগ, অভিযুক্ত ওই শিক্ষক প্রায় দিনই স্কুলে মদ্যপ অবস্থায় আসতেন৷ এমনকী, ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণও করতেন৷ অযথা নানা কারণে স্কুলে ছাত্র-ছাত্রীদের হেনস্তা করতেন তিনি৷ সপ্তাহখানেক আগে হঠাৎ তারা ফেসবুকে ওই শিক্ষকের অশ্লীল ভিডিও দেখতে পায়৷ এর পর সেই ভিডিও ছড়িয়ে পড়ে স্কুলের বেশিরভাগ ছাত্র-ছাত্রী থেকে এলাকাবাসীদের মোবাইলে৷ মঙ্গলবার ছাত্র-ছাত্রীরা স্কুলে আসার পর থেকেই অভিযুক্তের বহিষ্কার দাবি তুলে সরব হয়৷ টিফিনের সময় স্কুলের মূল দরজা বন্ধ করে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখায়৷ সেই সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ঘরে দরজা বন্ধ করে দিয়ে ভিতরে ছিলেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে তপন থানার ওসি বিশ্বজিৎ ভট্টাচার্যর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী৷ আসে কমব্যাট ফোর্সও৷ স্কুলে আসেন তপনের বিডিও ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্টমন্ত্রী বাচ্চু হাঁসদা-সহ অন্যান্য জেলা পুলিশের আধিকারিকরা৷ তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে স্কুলের ক্ষুব্ধ পড়ুয়ারা৷ এমনকী, স্কুলে ঢুকতে দেওয়া হয়নি পুলিশ বা কমব্যাট ফোর্সকে৷ ছাত্র-ছাত্রীরা তাদের বাড়িতে অনড় থাকে বিকেল পর্যন্ত৷ পরে বাচ্চু হাঁসদা অভিযুক্তকে আটক করে নির্দেশ দিলে শান্ত হয় পরিস্থিতি৷ পুরো ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন বাচ্চুবাবু৷

Advertisement

অন্যদিকে ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা বিডিও সিদ্ধার্থ সুব্বার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে৷ এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী, বাচচু হাঁসদা বলেন, ভিডিওটিতে থাকা ব্যক্তি ওই শিক্ষক কি না তা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না৷ তবে অভিযোগ অনুযায়ী শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে৷ এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ ছাত্রদের বলা হয়েছে স্কুলের পঠন পাঠন বজায় রেখে স্বাভাবিক পরিস্থিতি গড়ে তুলতে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ