দিব্যেন্দু মজুমদার, হুগলি: রক্তদান শিবিরের জন্য পাঁচ হাজার টাকা চাঁদা দিতে চাননি। এই অপরাধে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে টোটো বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের মহিলা কংগ্রেসের নেত্রীর স্বামীর দিকে। ওই অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর নাম কানাই চট্টোপাধ্যায়। উত্তরপাড়া থানায় স্থানীয় তৃণমূল নেত্রীর স্বামী পল্টু ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমোটর দেবাইপুকুর অঞ্চলে।
জানা গিয়েছে, অভিযোগকারী কানাইবাবুর বাড়ি হিন্দমোটরের দেবাইপুকুরে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশকর্মী হলেও ছেলে বেকার। তাঁকে টোটো কিনে দিয়েছিলেন কানাইবাবু। কিন্তু, টোটো চালাতে রাজি হননি তিনি। তাই বাধ্য হয়ে পাড়ার এক যুবককে টোটোটি ভাড়ায় চালাতে দিয়েছেন কানাই চট্টোপাধ্যায়। অবসরপ্রাপ্ত ওই পুলিশকর্মীর দাবি, গত রবিবার তাঁর ফ্ল্যাটে আসেন অভিযুক্ত পল্টু ঘোষ. তাঁর স্ত্রী আবার এলাকার তৃণমূলনেত্রী নামে হিসেবে পরিচিত. রক্তদান ও বস্ত্রদান শিবিরের জন্য চাঁদা বাবদ পাঁচ হাজার টাকা দাবিও করে পল্টু। কিন্তু টাকা দিতে রাজি হননি কানাইবাবু. টাকা না পেয়ে পল্টু টোটো বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত অবসরপ্রাপ্ত পুলিশকর্মী কানাই চট্টোপাধ্যায় । উত্তরপাড়া থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা হুমকির অভিযোগ অস্বীকার করেছেন পল্টু ঘোষ। তার পালটা দাবি, পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.