‘হাওয়া কোনদিকে’- বাংলার ট্রাম-বাস, চায়ের আড্ডা জুড়ে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বেশ কয়েকদিন ধরে৷ এ হাওয়া অবশ্য গ্রীষ্মের গরম হাওয়া কিংবা মৌসুমী হাওয়া নয়৷ বাংলার রাজনৈতিক সচেতন মানুষের কাছে হাওয়া বলতে ভোটের হাওয়া৷
নানা কারণে এবারের বিধানসভা ভোট বাংলার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ৷ নারদকাণ্ড থেকে সেতু দুর্ঘটনায় একদিকে যেমন শাসকদল তৃণমূল কংগ্রেকে বিপাকে ফেলেছে, অন্যদিকে তৃণমূলকে রুখতেই বাম ও কংগ্রেসের নজিরবিহীন জোটের সাক্ষী হয়েছে এ রাজ্য৷ দফায় দফায় ভোটপর্ব মিটেছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায়৷ পরিস্থিতি এতটাই কড়া ছিল যে শাসকদল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে৷ উল্টে সন্তুষ্ট ছিল বিরোধীরা৷ সব মিলিয়ে ভোটের চিত্রনাট্যে এতটুকু উত্তেজনার ঘাটতি পড়েনি৷
তবে সবথেকে বড় উত্তেজনা জমেছে ফলপ্রকাশকে ঘিরে৷ ১৯ মে জানা যাবে বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ই দ্বিতীয়বারের জন্য থাকবেন, নাকি জোটের পকেটে যাবে জনতার রায়৷ এ নিয়েই চলছে তর্কবিতর্ক৷ তবে বুথফেরত সমীক্ষায় প্রায় নিশ্চিত বাংলার রায় মমতার পক্ষেই৷
কোন সমীক্ষায় কী নির্দেশ মিলছে?
এবিপি আনন্দ এবং এসি নিয়েলসন সংস্থার যৌথ সমীক্ষা জানাচ্ছে-
তৃণমূল -১৬৩
বাম-কং জোট-১২৬
বিজেপি-১
অন্যান্য-৪
টাইমস নাও ও সি ভোটার সংস্থার মিলিত সমীক্ষা জানাচ্ছে-
তৃণমূল-১৬৭
বাম-কং জোট-১২০
বিজেপি-৪
অন্যান্য-৩
অ্যাক্সিস মাই ইন্ডিয়া সংস্থার সমীক্ষা অনুযায়ী-
তৃণমূল কংগ্রেস-২৩৩-২৫৩
বাম-কং জোট-৩৮-৫১
বিজেপি-১-৫
অন্যান্য-২-১৫
চাণক্য-র মতে
তৃণমূল-১৭৩
জোট-১১৫
বিজেপি-২
অন্যান্য-৪