Advertisement
Advertisement
তৃণমূল

বিরোধ ভুলে মমতার পাশে থেকে কাজ করতে চান কামদুনির প্রতিবাদী শিক্ষক

কালীঘাটের বাড়ি গিয়ে তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন প্রদীপ মুখোপাধ্যায়৷

Face of Kamduni protest, teacher likely to join TMC
Published by: Sucheta Sengupta
  • Posted:June 20, 2019 2:27 pm
  • Updated:June 20, 2019 2:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবাদ করে শাসকদলের রোষে পড়েছিলেন৷ তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিজেপির সাম্প্রদায়িকতাকে রুখতে সেই শাসকদলেই নাম লেখাতে ইচ্ছুক কামদুনির প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়৷ সূত্রের খবর, তৃণমূলের যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে বুধবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর হাতে একটি চিঠি  দিয়ে এসেছেন তিনি৷

[আরও পড়ুন: ৪ দিনেই মোহভঙ্গ, গেরুয়া ছেড়ে ‘ঘর ওয়াপসি’ পুরুলিয়ার তৃণমূল সদস্যদের]

বছর সাতেক আগে রাতে বাড়ি ফেরার পথে বারাসতের কামদুনিতে গণধর্ষণের পর খুন হন এক কলেজ ছাত্রী৷ সেই ঘটনা সেসময় রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল৷ কামদুনি প্রতিবাদী মঞ্চ তৈরি করে বড়সড় আন্দোলনে পথে নেমেছিলেন ওই ছাত্রীর প্রতিবেশী-বান্ধবীরা৷ নেতৃত্বে ছিলেন কামদুনি প্রাথমিক স্কুলের শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়৷ শিরোনামে উঠে এসেছিলেন টুম্পা কয়াল, মৌসুমী কয়াল৷ সেই প্রতিবাদ পৌঁছে গিয়েছিল দিল্লির দরবারেও৷ আন্দোলন চাপা দিতে সেসময় শাসকদলের চাপও কম ছিল না বলে অভিযোগ উঠেছিল৷ সরকার বিরোধী ভূমিকার জন্য প্রদীপবাবুকে কামদুনি থেকে অন্যত্র বদলি হতে হয় বলেও অভিযোগ৷ তবে সেসবের কাছে মাথা নত করেননি প্রদীপ মুখোপাধ্যায়, টুম্পা-মৌসুমীরা৷

Advertisement

তারপর অনেকটা সময় গড়িয়ে গিয়েছে৷ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির বদল হয়েছে অনেকটাই৷ সম্প্রতি লোকসভা নির্বাচনে ১৮ টি আসন পেয়ে এ রাজ্যে বেশ শক্ত জমি তৈরি করে ফেলেছে বিজেপি৷ আর তাতেই অশনি সংকেত দেখছেন কামদুনির প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়৷ এই সংকটকালে তৃণমূল অনেক ভরসাযোগ্য এবং বিজেপির সাম্প্রদায়িকতাকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র লড়াকু নেত্রী বলে মনে করছেন তিনি৷ তাঁর কথায়, ‘বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে সাম্প্রদায়িক অশান্তি বাড়বে৷ জাতপাতের বৈষম্য বাড়বে৷ মুখ্যমন্ত্রীকে সেই আশঙ্কার কথা বলেছি৷ জানিয়েছি, ওনার পাশে থেকে দলের কাজ করতে চাই৷ এই মাসেই আমি চাকরি থেকে অবসর নেব৷ তাই অনেক সময় পাব দলের কাজ করার৷ মুখ্যমন্ত্রী আমার এই কথা শুনে খুশি হয়েছেন৷ চিঠি পড়বেন বলে জানিয়েছেন৷’

Advertisement

[আরও পড়ুন: থানা উদ্বোধনের দিনেই ফের বোমা-গুলির লড়াই ভাটপাড়ায়, মৃত ১]

এদিকে প্রদীপবাবুর তৃণমূলে যোগদান নিয়ে নানা মহলে গুঞ্জন উঠেছে৷ অনেকে সমালোচনাও করছেন৷ প্রশ্ন উঠছে, তাহলে কি স্যারের পথে হেঁটে টুম্পা, মৌসুমীও শাসকশিবিরে নাম লেখাচ্ছেন? এবিষয়ে কোনও যদিও ইঙ্গিত মেলেনি তাঁদের তরফে৷ তাঁরা বরাবর রাজনীতির বাইরে থাকতেই বেশি স্বচ্ছন্দ্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ