Advertisement
Advertisement

Breaking News

Swasthya Sathi

স্বাস্থ্যসাথীর কার্ড নিতে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা বিজেপি নেতার পরিবারের, অস্বস্তিতে গেরুয়া শিবির

এবিষয়ে কী বললেন বিজেপির জেলা সভাপতি?

Family members of a BJP leader collected Swasthya Sathi card on saturday | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 10, 2021 4:15 pm
  • Updated:January 10, 2021 4:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi) নিয়ে বারবার রাজ্যকে তুলোধনা করেছেন বিজেপি (BJP) নেতারা। ওই কার্ডে আদৌ কেউ পরিষেবা পাবেন না বলেই দাবি করেছেন তাঁরা। এসবের মাঝেই ঝাড়গ্রামের বিজেপি সভাপতি সুখময় শতপথীর পরিবারের সদস্যদের দেখা গেল স্বাস্থ্যসাথী কার্ডের লাইনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের প্রশংসাও করেছেন বিজেপি নেতার পরিবারের সদস্যরা।

রাজ্যের বিভিন্নপ্রান্তে চলছে স্বাস্থ্যসাথী কার্ড বিলির কাজ। বিনামূল্যে চিকিৎসা পেতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে এই কার্ড নিচ্ছেন আমজনতা। শনিবার দুপুরে ঝাড়গ্রামের ১৪ নম্বর ওয়ার্ডে যেখানে স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি তোলা হচ্ছিল সেখানে হাজির হন জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথীর বাবা, মা, বোন-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। প্রায় আড়াই ঘণ্টা লাইনে দাঁড়ান তাঁরা। সন্ধে ৬ টা নাগাদ ছবি তোলা হয় তাঁদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে রীতিমতো আপ্লুত বিজেপি নেতার পরিবারের সদস্যরা। যদিও সুখময় শতপথী, তাঁর স্ত্রী ও মেয়ে যাননি স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তুলতে। এবিষয়ে প্রশ্ন করা হলে সুখময়বাবু বলেন, “এটা রাজ্যের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ব্যক্তিগত কিছু নয়। আর কার্ড না নিলে প্রত্যক্ষভাবে বোঝা সম্ভব নয়, আদৌ ওই কার্ড কোনও কাজের কি না। মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে আয়ুষ্মান ভারত চালু করুন।”

Advertisement

[আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটিতে আচমকা বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, মধ্যরাতে অন্ধকারে ডুবল পাকিস্তান]

লাগাতার স্বাস্থ্যসাথীর বিরোধিতা করছেন যে বিজেপি নেতারা, তাঁদের পরিবারের সদস্যরাই কার্ডের লাইনে! বিষয়টি জানা মাত্রই পদ্মশিবিরের নেতাদের কটাক্ষ করেন জেলার এক দাপুটে তৃণমূল (TMC) নেতা বলেন, “বিজেপি নেতারা সব জায়গায় গিয়ে স্বাস্থ্যসাথীর বিরুদ্ধে কথা বলছেন। অথচ তাঁদের পরিবারের সদস্যরাই কার্ড নিচ্ছে। এই প্রকল্প মানুষের স্বার্থে। মানুষের সাহায্যের জন্য। এ সম্পর্কে ভুল প্রচার করে বিজেপি মানুষকে বোকা বানাচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: আদিবাসী গৃহবধূকে ‘ধর্ষণের পর খুন’, অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে উত্তপ্ত ডেবরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ